Bartaman Patrika
উত্তরবঙ্গ
 

 আজ মালদহের ২ আসনে ৩২ প্রার্থীর ভাগ্য নির্ধারণ

নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, চাঁচল: আজ, মালদহের দুটি কেন্দ্রে ৩২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৩৬ লক্ষ ৪৪ হাজার ১৯৪ জন ভোটার। উত্তর মালদহে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দক্ষিণ মালদহে ১৭ জন প্রার্থী লড়াই করছেন। দুটি লোকসভা কেন্দ্রের ৩০৮৮টি বুথে ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। মালদহে মোট ২৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। দুই লোকসভা কেন্দ্রে ১৪৪ কোম্পানি করে বাহিনী থাকবে। এবার উত্তর ও দক্ষিণ মালদহে যথাক্রমে ৮১৯০ জন এবং ৫৭৬৮ জন কর্মী ভোটগ্রহণ করবেন। দুই কেন্দ্রে যথাক্রমে ৩৩ ও ২৭টি মহিলা পরিচালিত বুথ থাকবে। 
মালদহের জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, ভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী আমরা কাজ করছি। 
জেলা নির্বাচন আধিকারিকের সংযোজন, ইংলিশবাজার শহরের বার্লো গার্লস হাইস্কুলে আম, মালদহ গার্লস হাইস্কুলে রেশম, জেলা স্কুলে গ্রাম্যজীবন এবং মাধবনগর বাদলমণি হাইস্কুলে ফুলের বাগানকে থিম করে বুথ তৈরি হয়েছে।  
এদিন মালদহ কলেজ ও পলিটেকনিকের ডিসিআরসি থেকে সবচেয়ে বেশি ভোটকর্মী বুথের উদ্দেশে যাত্রা করেন। প্রতিটি বুথের জন্য ভোটকর্মীদের সঙ্গে রাজ্য পুলিসের একজন লাঠিধারী কনস্টেবল থাকার কথা। গাজোলের বুথগুলির জন্য পুলিস না পেয়ে মালদহ কলেজ চত্বরে ভোটকর্মীরা বিক্ষোভ দেখান। জেলা পুলিসের আধিকারিকদের সঙ্গে কর্মীরা বাদানুবাদে জড়িয়ে পড়েন। উত্তেজনা ছড়ালে জেলাশাসক হস্তক্ষেপ করেন। পুলিস সুপারকে তিনি ব্যবস্থা নিতে বলেন। পরে পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, পলিটেকনিকের সামনে মালদহ-মানিকচক রাজ্য সড়কের উপর ভোটকর্মীদের যানবাহন দাঁড়িয়ে থাকার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ওই যানজটে একটি অ্যাম্বুলেন্স আটকে পড়ে। তাতে মোথাবাড়ি এলাকার এক অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন। ঘণ্টাদু’য়েক যানজটে অ্যাম্বুলেন্সটি আটকে ছিল বলে তাতে থাকা আশাকর্মী দাবি করেন। তার জেরে অ্যাম্বুলেন্সের ম঩ধ্যেই ওই মহিলা সন্তান প্রসব করেন। পরে পুলিসের টহলদারি ভ্যান অ্যাম্বুলেন্সটিকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে দেয়।    উত্তর মালদহের চাঁচল,মালতীপুর ও হরিশ্চন্দ্রপুর বিধানসভার ডিসিআরসি সেন্টার করা হয় চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশন ও চাঁচল কলেজে। তিনটি বিধানসভায় মোট ৭৩৩ টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। 
তার মধ্যে ১০ টি মহিলা পরিচালিত বুথ। মালতীপুর বিধানসভার মালতীপুর রোহিনী কান্ত গার্লস স্কুলের ৪৭ ও ৪৮ নম্বর বুথে মহিলা ভোটার কর্মীরা ভোট নেবেন।
হরিশ্চন্দ্রপুর বিধানসভার বারোদুয়ারী জুনিয়র বেসিক স্কুল (৪৭), খানতা প্রাইমারি স্কুল (৪৮) ও হরিশ্চন্দ্রপুর হাইস্কুলে ২৩৭ ও ২৩৮ বুথে মহিলা ভোটকর্মীরা রয়েছেন।
চাঁচল বিধানসভার রানী দাক্ষায়ণী গার্লস হাইস্কুল দুটো ও সিদ্ধেশ্বরীতে দুটো বুথে মহিলারা ভোট নেবেন।
মালতীপুর গার্লস বুথের ভোট কর্মী খাদিজা খাতুন বলেন, এবারই প্রথম ভোটকর্মী হিসেবে কাজ করছি। লোকের মুখে শুনি ভোট মানেই আতঙ্কের পরিবেশ। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার উপর ভরসা রেখেই বুথে যাচ্ছি। সাইরুন্নেশা বলেন, গত পঞ্চায়েত নির্বাচনেও কাজ করেছি। এবার ইভিএম নিয়ে প্রথমবার ভোট নেব। আমাদের জন্য বিশেষ সুবিধা করেছে কমিশন। নিরাপত্তা নিয়ে আমরা সুনিশ্চিত।
এদিন অনুকূল আবহাওয়ার পরিবেশ থাকায় ডিসিআরসি কেন্দ্র থেকে হাসিমুখে বুথে উদ্দেশে যান ভোট কর্মীরা। ডিসিআরসি থেকে এক কিমি দূরে ছোটগাড়িতে ইভিএম ভিভিপ্যাট ও কন্ট্রোল ইউনিট সহ যাবতীয় সরঞ্জাম নিয়ে বাসে উঠে বুথের উদ্দেশে রওনা দেন। এদিন ডিসিআরসি কেন্দ্রের হাল হকিকত খতিয়ে দেখতে আসেন জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া।  নিজস্ব চিত্র

07th  May, 2024
উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, তাপমাত্রা কমায় স্বস্তি

রবিবার ও সোমবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল সিকিমের আবহাওয়া দপ্তর। এর জেরে  উত্তরবঙ্গে তাপমাত্রা কমবে।
বিশদ

 ঠান্ডা পানীয়ে ব্যবহৃত হচ্ছে মাছ, মাংস সংরক্ষণের বরফ!

দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে ঠান্ডা পানীয় তৈরিতে দেদার ব্যবহৃত হচ্ছে মাছ, মাংস সংরক্ষণের বরফ! বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর শহর সহ প্রত্যেকটি ব্লকের বাজারগুলিতে থাকা মিষ্টি ও ঠান্ডা পানীয়ের দোকানে লস্যি, শরবতে এই বরফ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ।
বিশদ

তুফানগঞ্জের অন্দরানে বাজ পড়ে মৃত ১, কালচিনিতে জখম ১২ মহিলা চা শ্রমিক

মালদহের বাজ পড়ার ছায়া এবার কোচবিহারের তুফানগঞ্জ ও অলিপুরদুয়ারের কালচিনিতে। শনিবার বাজ পড়ে তুফানগঞ্জ থানার অন্দরান ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বিলসি কালীবাড়ি এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বিশদ

কালচিনি ব্লকে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর প্রকোপ, কাল ডুয়ার্সকন্যায় বৈঠক

: চা বাগান অধ্যুষিত কালচিনি ব্লকে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এক সপ্তাহ আগে এই ব্লকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৩৩। আর এক সপ্তাহ পর ব্লকে আরও ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে কালচিনি ব্লকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫০ দাঁড়াল।
বিশদ

ভূয়ো বিট অফিসার পরিচয়ে তোলাবাজির চেষ্টা, ধৃত যুবক

গায়ে খাকি উর্দির মতো পোশাক। হাবেভাবেও তাই। যেন সরকারি কর্তা। আর সেই পরিচয়ে গ্রামে তোলাবাজি। শনিবার নিজেকে বিট অফিসার পরিচয় দিয়ে তোলাবাজির চেষ্টা করতেই পুলিসের হাতে ধরা পড়ে গেল সেই অভিযুক্ত।
বিশদ

মাথাভাঙা-২ ব্লকের রামঠেঙ্গা বাজারে অগ্নিকাণ্ড

শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল চারটি দোকান। মাথাভাঙা-২ ব্লকের রামঠেঙ্গা বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
বিশদ

হাতির দাপাদাপি, বাড়ি ভাঙচুর

রসদের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে দাপাল গজরাজ। শুক্রবার গভীররাতে বাগডোগরা জঙ্গল ছেড়ে কেষ্টপুর এলাকায় দাপিয়ে বেরায় ঢঙ্গীবাবা নামের একটি হাতি।
বিশদ

অবস্থান করে বকেয়া বেতন আদায় বিদ্যুত্ কর্মীদের

মাসের ১৮ তারিখেও মেলেনি বেতন। সংসারের খরচ জোগাতে চরম সমস্যায় কর্মীরা। বকেয়া বেতন প্রদানের দাবিতে শনিবার বিদ্যুৎবণ্টন কোম্পানীর কামাখ্যাগুড়ি কাস্টমারকেয়ার সেন্টারে অবস্থান কর্মসূচি চলে। চাপে পড়ে বিকেলেই কর্মীদের বেতন মিটিয়ে দেয় সংস্থা।
বিশদ

মঙ্গলবাড়িতে পাশে দাঁড়াল বণিকসভা, শরৎচন্দ্র মার্কেটের উন্নয়নে পুরসভাকে এক কোটি

১১ কোটি টাকা ব্যয়ে পুরাতন মালদহের মঙ্গলবাড়ির শরৎচন্দ্র মার্কেটের নির্মাণ কাজ নতুন করে শুরু হয়েছে। সেই কাজের জন্য জেলা বণিকসভার পক্ষ থেকে স্থানীয় পুরসভাকে  এক কোটি টাকা দেওয়া হল।
বিশদ

ট্রেন রাখার জায়গা নেই, দ্রুত তিন নম্বর প্লাটফর্মের কাজ করবে রেল

বালুরঘাট রেল স্টেশনে প্লাটফর্ম মাত্র দু’টি। নতুন করে পিট লাইন করা হয়েছে ঠিকই, কিন্তু ট্র্যাকের তুলনায় দাঁড়িয়ে থাকা ট্রেনের সংখ্যা বেশি বালুরঘাট রেল স্টেশনে। তাই দ্রুত তৃতীয় প্লাটফর্মের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে রেল।
বিশদ

মাটিগাড়ায় চুরি, গ্রেপ্তার তিন যুবক

নেশার টাকা জোগাড় করতে হোর্ডিং, ব্যানারের লোহার সামগ্রী চুরি করার অভিযোগে গ্রেপ্তার করা হল তিন যুবককে।
বিশদ

দাবি আদায়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ব্যবসায়ীরা

কোচবিহার পুরসভার সঙ্গে ব্যবসায়ীদের বিরোধ ক্রমশই বাড়ছে। শুক্রবার কোচবিহার শহরে ২৪ ঘণ্টা ব্যবসা বন্‌঩ধের পর শনিবার সাংবাদিক বৈঠক করে দাবি আদায়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা জানাল কোচবিহার ব্যবসায়ী সমিতি।
বিশদ

ঘোকসাডাঙ্গায় উদ্ধার শিলিগুড়ির নাবালিকা

শিলিগুড়ি থেকে নিখোঁজ এক নাবালিকাকে কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গায় থেকে উদ্ধার করা হয়েছে। শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই নাবালিকা ১৫ মে নিখোঁজ হয়ে যায়। বাড়ির লোকেরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাননি।
বিশদ

ছুটিতে থাকা মহিলা কর্মীর নামে টিকিট ইস্যু, অনিয়মের অভিযোগ

টিকিট কাউন্টারের এক মহিলা কর্মী মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। কিন্তু সেই সময়ে আউটডোরে রোগীদের টিকিট ইস্যুতে তাঁর নামই থেকেছে।
বিশদ

Pages: 12345

একনজরে
পার্লামেন্টের পানশালায় মদ্যপ অবস্থায় দুই বক্তির সঙ্গে অশালীন আচরণ। তদন্তে প্রমাণিত হয়েছে অভিযোগ। আর তার জেরেই ব্রিটেনের হাউজ অব লর্ডসের পানশালা থেকে এক বছরের জন্য ...

প্রায় আট বছর পর রিয়েল এস্টেট অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হল। ওই পদে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে নিয়োগ করা হয়েছে। ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার রিয়েল স্টেট সংক্রান্ত ট্রাইব্যুনাল ‘রেরা’ গঠন করেছিল। ...

রাজেশ্বরা প্যাটেল, রামরতন রাম, রামসুন্দর দাস, রামবিলাস পাসোয়ান। এঁরা প্রত্যেকেই কোনও না কোনও সময়ে বিহারের হাজিপুর লোকসভার আসনের সাংসদ। কাকতালীয় হলেও এঁদের সবার নামে রয়েছে দুই হিন্দু দেবতার উল্লেখ। রাম অথবা শিব। ...

তীরে এসেও ডুবল তরি। পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে ৩-২ গোলে হেরে ডেভেলপমেন্ট লিগে রানার্স ইস্ট বেঙ্গল। খেতাবি লড়াইয়ে বিনো জর্জকে টেক্কা দিলেন শঙ্করলাল চক্রবর্তী। ‘অপরাজেয় চ্যাম্পিয়ন’ শব্দবন্ধই পাঞ্জাবের ধারাবাহিকতার প্রমাণ।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিমা, মেয়াদি সঞ্চয় বা শেয়ার থেকে অর্থকড়ি আয় বাড়বে। ঝামেলা থেকে দূরে থাকুন। ধর্মে মতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৯০: ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবী নেতা ও গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী হো চি মিনের জন্ম
১৯০৮: লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯০৪: ভারতের অগ্রণী শিল্পপতি ও টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজী টাটার মৃত্যু
১৯১৩: ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির জন্ম
১৯২২: বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী অমর পালের জন্ম
১৯৩৪: ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় লেখক রাসকিন বন্ডের জন্ম
১৯৩৮: অভিনেতা গিরীশ কারনাডের জন্ম
১৯৫৮: ঐতিহাসিক স্যার যদুনাথ সরকারের মৃত্যু
১৯৭৪: চলচ্চিত্র অভিনেতা  নওয়াজুদ্দীন সিদ্দিকীর জন্ম
১৯৯৭: বাংলা তথা ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব শম্ভু মিত্রের মৃত্যু
২০০১: প্রথম অ্যাপল রিটেইল স্টোর উদ্বোধন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৫৩ টাকা ৮৪.২৭ টাকা
পাউন্ড ১০৪.২৩ টাকা ১০৭.৭১ টাকা
ইউরো ৮৯.২৯ টাকা ৯২.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৫,১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ জ্যৈষ্ঠ, ১৪৩১, রবিবার, ১৯ মে, ২০২৪। একাদশী ২২/১০  দিবা ১/৫১। হস্তা নক্ষত্র ৫৫/৪৩ রাত্রি ৩/১৬। সূর্যোদয় ৪/৫৮/৪৪, সূর্যাস্ত ৬/৭/২০। অমৃতযোগ প্রাতঃ ৬/৪৪ গতে ৯/২২ মধ্যে পুনঃ ১১/৫৯ গতে ২/৩৭ মধ্যে। রাত্রি ৭/৩৪ মধ্যে পুনঃ ১০/২৮ গতে ১২/৩৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/২২ গতে ৫/১৫ মধ্যে। বারবেলা ৯/৫৫ গতে ১/১২ মধ্যে। কালরাত্রি ১২/৫৫ গতে ২/১৬ মধ্যে। 
৫ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, রবিবার, ১৯ মে, ২০২৪। একাদশী দিবা ১/২৪। হস্তা নক্ষত্র রাত্রি ৩/৫।সূর্যোদয় ৪/৫৮, সূর্যাস্ত ৬/১০। অমৃতযোগ দিবা ৬/৪২ গতে ৯/২২ মধ্যে ও ১২/৪ গতে ২/৪৬ মধ্যে এবং রাত্রি ৭/৪৪ মধ্যে ও ১০/৩৪ গতে ১২/৪০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/৩২ গতে ৫/২৪ মধ্যে। বারবেলা ৯/৫৫ গতে ১/১৩ মধ্যে। কালরাত্রি ১২/৫৫ গতে ২/১৬ মধ্যে। 
১০ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল:  পাঞ্জাবকে ৪ উইকেটে হারাল হায়দরাবাদ

07:26:48 PM

আইপিএল: ৪২ রানে আউট ক্লাসেন, হায়দরাবাদ ২০৮/৬ (১৮.২ ওভার), টার্গেট ২১৫

07:23:31 PM

আইপিএল: রাজস্থান বনাম কেকেআর-এর ম্যাচে বৃষ্টির জন্য টসে দেরি

07:15:45 PM

আইপিএল: ৩ রানে আউট শাহবাজ, হায়দরাবাদ ১৯৭/৫ (১৬.৫ ওভার), টার্গেট ২১৫

07:14:40 PM

দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের কনভয়ের হেলিকপ্টার

07:05:00 PM

আইপিএল: ৩৭ রানে আউট নীতিশ, হায়দরাবাদ ১৭৬/৪ (১৪ ওভার), টার্গেট ২১৫

06:54:07 PM