Bartaman Patrika
বিদেশ
 

‘ব্রিটেনের গুয়ানতানামো বে’ খ্যাত বেলমার্শ
কারাগারেই দিন কাটছে জুলিয়ান অ্যাসাঞ্জের 

মৃণালকান্তি দাস: ব্রিটেনের ‘গুয়ানতানামো বে’! বেলমার্শ কারাগারকে এক বাক্যে এই নামেই চেনে গোটা দুনিয়া। ৯/১১-এর হামলার পর সন্ত্রাসবাদী আইনে অভিযুক্তদের ওই কারাগারটিতে রাখা হতো। ট্যুইন টাওয়ারে হামলা কিংবা আইএস’র জঙ্গি কর্মকাণ্ডে জড়িত সন্ত্রাসবাদীসহ ভয়ঙ্কর সব অপরাধে অভিযুক্তরাই বেলমার্শ কারাগারে সংখ্যাগরিষ্ঠ। শুধু সংবাদমাধ্যম আর মানবাধিকার সংস্থা নয়, সরকারি কর্তৃপক্ষের বিভিন্ন নিজস্ব অনুসন্ধানেও কারাগারটির ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে একাধিকবার। বেলমার্শ কারাগারে অতীত ও বর্তমানে থাকা উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার, সিরিয়াল কিলার ও মাদক চোরাচালানকারীও। ১৯৬৩ সালে ট্রেন ডাকাতিতে অভিযুক্ত রনি বিগসকে এখানেই কারারুদ্ধ রাখা হয়েছিল। এম সিক্সটিন-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে প্রস্তাবিত বইয়ের সারমর্ম অস্ট্রেলীয় প্রকাশককে দেওয়ার পর ১৯৯৭ সালে ছয় মাসের জন্য কারাবন্দি রাখা হয় রিচার্ড টমলিনসনকে। বন্দিদের একটা বড় অংশ ভয়ঙ্কর সব জঙ্গি। মিসরীয় ধর্মগুরু আবু হামজা আল মাসরিকে আমেরিকায় প্রত্যর্পণের আগে পর্যন্ত বেলমার্শে রাখা হয়েছিল। সন্ত্রাসবাদ সংক্রান্ত ১১টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে সে। ২০০৫ সালে লন্ডনের আন্ডারগ্রাউন্ডে বোমা হামলা প্রচেষ্টার অভিযোগে র‌্যামস মহম্মদ, মুক্তার সইদ ইব্রাহিম ও ইয়াসিন হাসান ওমরও ছিল এখানেই। জঙ্গিগোষ্ঠী আইএস’র হয়ে প্রচার চালানোর অভিযোগে বেলমার্শে বন্দি ছিল আনজু চৌধুরী। ইসলামি জঙ্গি হিসেবে আখ্যা পাওয়া মাইকেল আদেবোলাজো ও মাইকেল আদেবোয়ালেকে লন্ডনে ব্রিটিশ সেনা লি রিগবিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারাও রয়েছে বেলমার্শ কারাগারের কোনও কুঠুরিতে। আর সম্প্রতি ‘জামিন শর্ত ভঙ্গ’র অভিযোগে ব্রিটেন আদালতে দোষী সাব্যস্ত হয়ে জুলিয়ান অ্যাসাঞ্জকে যেতে হয়েছে সেই কুখ্যাত কারাগারে। গোপন নথি ফাঁস করে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ৫০ সপ্তাহ কারাদণ্ড দিয়েছে লন্ডনের একটি আদালত। ফলে অ্যাসাঞ্জের স্বাস্থ্য ও মানসিক অবস্থা ক্রমশ ভেঙে পড়ছে বলে দাবি করেছেন তাঁর আইনজীবী।
কে না জানে, মর্ত্যের নরক বলা হয় ‘গুয়ানতানামো বে’ কারাগারকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে গুয়ানতানামো কারাগারের কুখ্যাতি ছিল শুধুমাত্র বন্দিদের উপরে অমানুষিক নির্যাতনের জন্য। যার মাত্রা এতোটাই তীব্র আর ভয়ানক ছিল যে, যন্ত্রণা হতে মুক্তি পেতে বন্দিরা আত্মহত্যার চেষ্টা করত অবিরত। কিউবায় অবস্থিত ৪৫ বর্গকিলোমিটারের এই ভূমিটি ১৯০৩ সালে মূলত অধিগ্রহণ করা হয় মার্কিন নৌঘাঁটি স্থাপনের উদ্দেশ্যে। তবে প্রেক্ষাপট পাল্টাতে শুরু করে ১৯৯১ সাল থেকে। যখন এই জায়গায় নিয়ম বহির্ভূতভাবে বন্দি আটক করে রাখা শুরু হয়। তালিবানে সন্দেহে এখানে বন্দি হিসেবে আটক করে রাখা হয় ২০ জন আফগানিস্তানীকে। এখনও পর্যন্ত এই কারাগারে ৭০০-র বেশি বন্দিকে জঙ্গি সন্দেহে আটকে রাখা হয় এবং চালানো হয় অমানসিক অত্যাচার। জর্জ ডব্লিউ বুশের নির্দেশে নির্মিত এই কারাগারটি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সীমানার বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব দিকে ক্যারিবীয় সাগরে অবস্থিত। ২০০২ সালের জানুয়ারিতে ওই জেল চালু হওয়ার সময় তদানীন্তন প্রতিরক্ষা সচিব ডোনাল্ড রামস্‌ফেল্ড বলেছিলেন, ‘ভয়ঙ্কর অপরাধীদের জন্যই ওই জেল বানানো হয়েছে।’ কার্যত, ‘শত্রু’ দেশগুলি ধরা পড়া বিপক্ষের সেনা জওয়ানদের উপর যেমন নির্মম অত্যাচার চালায়, ওই জেলে অত্যাচার চালানো হত সেই ভাবেই। এমনকী, বন্দিদের জলও খেতে দেওয়া হতো না। কেউ কেউ তাকে নাজিদের ‘কনসেনট্রেশন ক্যাম্পে’র সঙ্গে তুলনা করত। এই কারাগার নির্মাণের মূল উদ্দেশ্য ছিল, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের ঘটে যাওয়া হামলার সন্দেহভাজন হিসেবে আটক করা বন্দিদের রাখা। এখনও পর্যন্ত ৯ জন বন্দি গুয়ানতানামো বে কারাগারে মারা যায়। ২০০৬ সালে একইদিনে তিনজন বন্দি গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করে এবং আরবিতে লেখা সুইসাইড নোট রেখে যায় নমুনা হিসেবে। গুয়ানতানামো কারাগারকে কেন মর্ত্যের নরক বলে আখ্যায়িত করেছিল এক বন্দি? কীভাবে নির্যাতন চলে? হাতকড়া পড়াবস্থায় চোখ বন্ধ করে দীর্ঘক্ষণ সময় দাঁড় করিয়ে রাখা। উলঙ্গ অবস্থায় মিলিটারি পুরুষ ও মহিলা সদস্যদের দ্বারা যৌন নির্যাতন। জল খেতে না দেওয়া। তীব্র আলোর ঝলকানি। তীব্র ঠান্ডা বরফে শুইয়ে রাখা। মুখে কাপড় বেঁধে অনবরত জল ঢালা। হাত পায়ের নখ উপড়ে ফেলা। জ্ঞান না হারানো পর্যন্ত বেধড়ক পেটানো। তীক্ষ্ণ উচ্চমাত্রার শব্দ দ্বারা নির্যাতন করা। আরও কত কী! বন্দিদের উপর চালানো নির্যাতন যেন ছাপিয়ে যায় হিংস্রতার মাত্রাকেও। বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে এই গুয়ানতানামো কারাগার।
বেলমার্শ কারাগার গুয়ানতানামো বে-র মতোই বন্দিশালা। সংবাদমাধ্যম কনসোর্টিয়াম নিউজের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সন্ত্রাসবিরোধী, অপরাধ ও নিরাপত্তা আইন ২০০১-এর আওতায় উচ্চ পর্যায়ের জাতীয় নিরাপত্তাজনিত অভিযোগে আটক অভিযুক্তদের অনির্দিষ্টকালের জন্য বেলমার্শ কারাগারে বন্দি রাখা হতো। আমেরিকায় নাইন ইলেভেনের হামলার ছয় সপ্তাহ পর আইনটি পাস করে ব্রিটেন। তবে ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডস বলেছিল, এই আইনটি ব্রিটিশ মানবাধিকার আইনকে লঙ্ঘন করে। যদিও ব্রিটিশ পার্লামেন্টে এই ধরনের আইন পাসে নিম্নকক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। উচ্চকক্ষের শুধুমাত্র মতামত দেওয়ার সুযোগ থাকে। ২০০৪ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বেলমার্শ কারাগার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল, বন্দিদের কোনও কোনও ক্ষেত্রে ২২ ঘণ্টা পর্যন্ত কারাকক্ষে বন্দি থাকতে হয়। ২০০৬ সালে একই সংবাদমাধ্যমে প্রকাশিত আরেক প্রতিবেদনে বলা হয়েছিল, পার্থক্য টানতে গিয়ে মানুষ ব্যঙ্গ করে যে, বেলমার্শ কারাগারে গুয়ানতানামোর মতো থেরাপি আর কাউন্সেলিং গ্রুপের পাশাপাশি শিক্ষা, কর্মশালা, জিম আর লাইব্রেরিও আছে! শুধু সংবাদমাধ্যম আর মানবাধিকার সংস্থা নয়, ২০০৯ সালে খোদ ব্রিটিশ কারা কর্তৃপক্ষের তদন্তে দেখা গিয়েছিল, কারাগারে বন্দিদের নিয়ন্ত্রণ করতে অত্যন্ত বেশি রকমের কড়া ব্যবস্থা নেওয়া হয়।
২০১৮ সালে পরিচালিত কারা কর্তৃপক্ষের অনুসন্ধানেও ওই কারাগারের ভয়াবহ চিত্র ফুটে উঠেছিল। শীর্ষ কারা পরিদর্শকের পরিদর্শন শেষে তিনি জানিয়েছিলেন, ৯১ শতাংশ কয়েদি ওই কারাগার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন, যা অন্য কারাগারের ক্ষেত্রে হয় না। ওই প্রতিবেদন থেকে জানা যায়, তিন বছর আগে পরিদর্শনের সময় ওই কারাগারে সংস্কার আনতে দেওয়া ৫৯টি সুপারিশের মধ্যে ৩৭টি বাস্তবায়ন করতে ব্যর্থ হন কারা কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষ জানিয়েছিলেন, ভয়ঙ্কর অপরাধীদের সঙ্গে সেখানে মাঝারি অপরাধে জড়িতদেরও রাখা হয়েছে। সেখানে এমন সব আক্রমণাত্মক বিদেশি অপরাধী রয়েছে, যাদের কাছ থেকে অন্য কয়েদিদের দুরত্ব রাখা দরকার। বেলমার্শ কারাগারে অ্যাসাঞ্জ কীভাবে দিন কাটাচ্ছেন তা নিয়ে তাই উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, অ্যাসাঞ্জ ওই কারাগারে যথাসময়ে চিকিৎসা সুবিধা পাবেন না। ফলে তাঁর শারীরিক অবস্থা দ্রুত ভেঙে পড়বে। নীরব দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অথচ, ট্রাম্প স্পষ্টতই অ্যাসাঞ্জের হ্যাকিংয়ে লাভবানই হয়েছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের ইমেল ফাঁস করার ঘটনা ছিল ২০১৬ সালের নির্বাচনে সবচেয়ে আলোচিত একটি বিষয়। প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার নির্বাচনী প্রচারে প্রকাশ্যে জুলিয়ান অ্যাসাঞ্জের প্রশংসা করেছেন। অথচ, তখনও মার্কিন সরকারের রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে অ্যাসাঞ্জ ছিলেন অভিযুক্ত। এবং, আমেরিকার হাতে বিচারের জন্য তাঁকে যাতে তুলে দেওয়া না হয় সে জন্যেই তিনি ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প কি এখন আর বলবেন ‘আই লাভ অ্যাসাঞ্জ’? অনেক যৌক্তিক প্রশ্নের উত্তর আমাদের অজানা। 

18th  June, 2019
লন্ডনে ভারতীয় দূতাবাসে হামলায় মূল অভিযুক্ত ধৃত

লন্ডনের ভারতীয় দূতাবাসে হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত। ধৃতের নাম ইন্দরপাল সিং গাবা। তিনি ব্রিটেনের হাউন্সলোরের বাসিন্দা। দিল্লি থেকে
বিশদ

ডাউনিং স্ট্রিটে বৈশাখী উৎসবে সুনাক

নিজের বাসভবনে বৈশাখী উৎসবে মাতলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গত ১৭ এপ্রিল ১০ ডাউনিং স্ট্রিটে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১৪০ জন আমন্ত্রিত ব্যক্তিত্ব।
বিশদ

25th  April, 2024
ইউক্রেনকে ৬ হাজার ১০০ কোটি ডলারের আর্থিক প্যাকেজ দিচ্ছে আমেরিকা

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য মোটা অঙ্কের আর্থিক সাহায্য অনুমোদন করল মার্কিন সেনেট। মঙ্গলবার ৬ হাজার ১০০ কোটি ডলারের আর্থিক প্যাকেজটি পাস হয়েছে। ইউক্রেন ভূখণ্ডে রুশ সেনা আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে
বিশদ

25th  April, 2024
প্রবল গরমে জেরবার ফিলিপিন্স, একাধিক স্কুলে চালু অনলাইন ক্লাস

মার্চ, এপ্রিল, মে—এই তিনমাস ফিলিপিন্সের আবহাওয়া থাকে গরম ও শুষ্ক। কিন্তু, এল নিনোর কারণে এপ্রিলের তৃতীয় সপ্তাহে রীতিমতো হাঁসফাঁস অবস্থা সেখানে। ফিলিপিন্সে গরমের অস্বস্তি এমন চরম আকার ধারণ করেছে, বাধ্য হয়েই বুধবার বহু স্কুল ছুটি ঘোষণা করেছে।
বিশদ

25th  April, 2024
নাভালনির সমাধিতে শ্রদ্ধা, সাসপেন্ড রুশ গির্জার প্রধান

ভ্লাদিমির পুতিনের অন্যতম সমালোচক তথা বিরোধী নেতা আলেক্সেই নাভালনি গত ১৬ ফেব্রুয়ারি মারা যান। জেলের ভিতর সেই মৃত্যু নিয়ে দেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিন্দার মুখে পড়েছেন পুতিন।
বিশদ

25th  April, 2024
নৌসেনার মহড়া চলাকালীন মাঝ আকাশে সংঘর্ষ দুই হেলিকপ্টারের, মৃত ১০

নৌসেনার বিশেষ অনুষ্ঠানের জন্য মহড়া চলছিল। ঠিক তখনই দুর্ঘটনার কবলে পড়ল দুটি কপ্টার। যার ফলে মৃত্যু হল ১০ জনের। রয়্যাল মালয়েশিয়ান নৌসেনার প্যারেড অনুষ্ঠানের জন্য মহড়ায় ব্যস্ত ছিল সমস্ত কপ্টার
বিশদ

23rd  April, 2024
এস-৩০০ এয়ার ডিফেন্স ভেদ করে ইরানে হামলা চালায় ইজরায়েল: রিপোর্ট
 

ইরানের হামলার প্রত্যাঘাত করেছে ইজরায়েল। কাজ করেনি আকাশ পথে তেহরানের প্রতিরক্ষা বর্ম। ফলে বেআব্রু হয়ে গিয়েছে ইরানের গর্বের এস-৩০০ এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যর্থতা। এমনটাই দাবি পশ্চিমী সংবাদমাধ্যমের। বিশদ

23rd  April, 2024
এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ফের মালদ্বীপের মসনদে মুইজ্জু 

সকাল থেকেই মালদ্বীপের নির্বাচনে নজর ছিল ভারতের। আর আশঙ্কাই সত্যি হল। ফের দ্বীপরাষ্ট্রের ক্ষমতায় ফিরছেন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। ইতিমধ্যেই  ৮৬টি আসনের ফল ঘোষণা হয়েছে।
বিশদ

22nd  April, 2024
তিহারের রিপোর্ট মিথ্যে, দাবি আপের

বর্তমানে তিহার জেলে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দীর্ঘদিন ধরেই টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত আপ সুপ্রিমো।
বিশদ

22nd  April, 2024
ইজরায়েলকে সর্বোচ্চ পর্যায়ের প্রত্যাঘাতের হুঁশিয়ারি ইরানের

ইরান-ইজরায়েল উত্তেজনা ঘিরে রীতিমতো বারুদের স্তূপে দাঁড়িয়ে পশ্চিম এশিয়া। ইরানের বিদেশ মন্ত্রক জানাল, রাতের অন্ধকারে চলা হামলা নিয়ে তদন্ত শুরু করেছে তেহরান। বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদুল্লাইয়ান বলেন, এই ঘটনার সঙ্গে ইজরায়েলের যোগ থাকার কোনও প্রমাণ এখনও মেলেনি। বিশদ

21st  April, 2024
ট্রাম্পের বিচার চলাকালীন আদালতের বাইরে নিজের গায়ে আগুন ব্যক্তির

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা এবারের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিচার চলাকালীন নিজের গায়ে আগুন দিল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, ম্যানহ্যাটান আদালতের বাইরে।
বিশদ

20th  April, 2024
পাকিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত ২, বরাত জোরে বাঁচলেন পাঁচ জাপানি নাগরিক

ফের পাকিস্তানে বিদেশি নাগরিকদের উপর আত্মঘাতী হামলা। এবারের ঘটনাস্থল বন্দর শহর করাচি। শুক্রবার সকালে একটি গাড়িকে লক্ষ্য করে প্রথমে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। গাড়ির ভিতরে ছিলেন পাঁচজন জাপানি নাগরিক। প্রত্যেকেই সুজুকি মোটরসের কর্মী। বিশদ

20th  April, 2024
প্যারিসের ইরানি দূতাবাসে বিস্ফোরক, তদন্ত

ইরানের দূতাবাসের ভিতরে বিস্ফোরক নিয়ে ঢোকার চেষ্টা! শুক্রবার এক ব্যক্তিকে আটক করেছে ফ্রান্সের পুলিস। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, এদিন প্যারিসের ইরানি দূতাবাসে অভিযুক্তকে বিস্ফোরক ভর্তি বেল্ট নিয়ে ঢুকতে দেখেন এক প্রত্যক্ষদর্শী। বিশদ

20th  April, 2024
জলপ্রপাত দেখতে গিয়ে ডুবে মৃত ২ ভারতীয় পড়ুয়ার

লিন অব টুমেল জলপ্রপাতের ছবি তুলতে গিয়ে মৃত্যু হল দুই ভারতীয় পড়ুয়ার। মৃতদের নাম জিতেন্দ্রনাথ কারুতুরি (২৬) এবং চাণক্য বোলিসেট্টি (২২)। বুধবারের এই মর্মান্তিক দুর্ঘটনাটি স্কটল্যান্ডের ব্লেয়ার অ্যাথলের। সূত্রের খবর, ঘটনার দিন আরও এক বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়েছিলেন ডান্ডি বিশ্ববিদ্যলয়ের ওই দুই পড়ুয়া। বিশদ

20th  April, 2024

Pages: 12345

একনজরে
রক্তক্ষরণ আটকাতে পারবে কি সিপিএম? আটকানো যাবে কি বামের ভোট রামে যাওয়া? —মূলত এই দু’টি প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে। ব্রিগেড ভরাতে পারলেও ভোটবাক্স ভরাতে পারবেন কি না, তা নিয়েই এখন চিন্তিত সিপিএমের বঙ্গ রাজনীতির কুশীলবরা। ...

মতুয়া ঠাকুরবাড়ির মন্দিরের তালাভাঙা এবং মারধর সংক্রান্ত মামলায় শান্তনু ঠাকুর ও তাঁর পরিবারকে রক্ষাকবচ দিল হাইকোর্ট। উচ্চ আদালতে নির্দেশ, তাঁদের বিরুদ্ধে আপাতত কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিস। ...

ভোট মরশুমে চোখ রাঙাচ্ছে মাত্রাতিরিক্ত গরম। আজ, শুক্রবার, লোকসভার দ্বিতীয় দফার নির্বাচন। বৃহস্পতিবার আগামী পাঁচদিনের জন্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং উত্তরপ্রদেশের ...

বুধবার রাতে নদীয়ার কালীগঞ্জের বল্লভপাড়ায় দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হল। বাইকের গতি এতটাই বেশি ছিল যে এক যুবক ছিটকে একটি টোটোর কাচ ভেঙে ঢুকে যান। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যা ও কর্মে উন্নতির যুগ অর্থকরি দিকটি কমবেশি শুভ। মানসিক চঞ্চলতা ও অস্থিরতা থাকবে। স্বাস্থ্যের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৮৪- উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার ও সুরবাহার বাদক ওস্তাদ আয়েত আলী খাঁর জন্ম
১৮৯৭- বাঙালি চলচ্চিত্র পরিচালক নীতীন বসুর জন্ম
১৯২০- ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের মৃত্যু
১৯২৪- সাহিত্যিক নারায়ণ সান্যালের জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৫০ টাকা ৮৪.৯৩ টাকা
পাউন্ড ১০১.৪৭ টাকা ১০৫.৯২ টাকা
ইউরো ৮৭.১৪ টাকা ৯১.১৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৩ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪। দ্বিতীয়া ৬/১৩ দিবা ৭/৪৭। অনুরাধা নক্ষত্র ৫৮/৪০ রাত্রি ৩/৪০। সূর্যোদয় ৫/১১/৩০, সূর্যাস্ত ৫/৫৭/২৪। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৪ মধ্যে পুনঃ ৭/৪৪ গতে ১০/১৮ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/১৫ গতে অস্তাবধি। রাত্রি ৭/২৮ গতে ৮/৫৭ মধ্যে পুনঃ ২/৫৭ গতে ৩/৪১ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১২ মধ্যে পুনঃ ৩/৪১ গতে উদয়াবধি। বারবেলা ৮/২৪ গতে ১১/৩৪ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১০ মধ্যে। 
১৩ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪। দ্বিতীয়া দিবা ৬/২৮। অনুরাধা নক্ষত্র রাত্রি ২/২৬। সূর্যোদয় ৫/১২, সূর্যাস্ত ৫/৫৯। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ৭/৩৮ গতে ১০/১৫ মধ্যে ও ১২/১৫ গতে ২/৩৫ মধ্যে ও ৪/২০ গতে ৫/৫৯ মধ্যে এবং রাত্রি ৭/৩২ গতে ৯/০ মধ্যে ও ২/৫০ গতে ৩/৩৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১১ মধ্যে ও ৩/৩৪ গতে ৫/১১ মধ্যে। বারবেলা ৮/২৪ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৪৭ গতে ১০/১১ মধ্যে। 
১৬ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: ২৬ রানে আউট রাইলি রুশো, পাঞ্জাব ১৭৯/২ (১৩ ওভার) টার্গেট ২৬২

10:45:21 PM

আইপিএল: ২৪ বলে হাফসেঞ্চুরি জনি বেয়ারস্টোর, পাঞ্জাব ১২০/১ (৯.১ ওভার) টার্গেট ২৬২

10:36:30 PM

আইপিএল: ৫৪ রানে আউট প্রভসিমরন, পাঞ্জাব ১০৭/১ (৭.৫ ওভার) টার্গেট ২৬২

10:29:44 PM

আইপিএল: ১৮ বলে হাফসেঞ্চুরি প্রভসিমরনের, পাঞ্জাব ৬৮/০ (৪.৪ ওভার) টার্গেট ২৬২

10:15:20 PM

আইপিএল: পাঞ্জাবকে ২৬২ রানের টার্গেট দিল কেকেআর

09:39:04 PM

আইপিএল: ৫ রানে আউট রিঙ্কু সিং, কেকেআর ২৫৯/৫ (১৯.৩ ওভার) (বিপক্ষ পাঞ্জাব)

09:32:37 PM