Bartaman Patrika
রাজ্য
 

শ্লীলতাহানিতে অভিযুক্ত বোস পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ রাজ্যপালের, রাজভবন ব্যান করল চন্দ্রিমাকে, নিষিদ্ধ পুলিসও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন রাজভবনেই কর্মরত এক অস্থায়ী মহিলা কর্মী। বৃহস্পতিবার রাতে হেয়ার স্ট্রিট থানায় ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ গৃহীত হলেও, সাংবিধানিক বাধ্যবাধকতায় কোনও মামলা শুরু করতে পারেনি পুলিস। তবে মহিলার এই অভিযোগ একেবারে ভিত্তিহীন বলেই দাবি করেছেন রাজ্যপাল। তিনি জানিয়েছেন, ‘সত্যের জয় হবেই। পরিকল্পিত-ভিত্তিহীন অভিযোগ এনে আমাকে দমিয়ে রাখা যাবে না।’ এখানেই থামেননি বোস। রাতে বিবৃতি দিয়ে জানিয়েছেন, রাজভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও পুলিসকর্মীদের ‘ব্যান’ করা হলো। এরই পাশাপাশি মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত থাকলে সেই সরকারি অনুষ্ঠান তিনি বয়কট করবেন। চন্দ্রিমাদেবী সহ অন্যান্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেলের পরামর্শ নিচ্ছেন বলেও জানিয়েছেন রাজ্যপাল। 
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাত্রিবাস করেছেন রাজভবনে। তাঁর আসার কয়েক ঘন্টা আগে, রাজ্যপালের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ ওঠায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনার তীব্র নিন্দা করে দলের মহিলা শাখার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী যিনি খোদ রাজভবনে থাকছেন, তিনি কথায় কথায় নারী ক্ষমতায়নের কথা বলেন. আর তার আসার আগেই একী ঘটনা! রাজ্যপালের বিরুদ্ধে এক মহিলা থানায় শ্লীলতাহানির অভিযোগ জানাচ্ছেন। ছিঃ! তাহলে কি রাজ্যপালের ‘পিস রুম’ এখন নারী সম্মানের ‘পিস হেভেন’ হয়ে গিয়েছে? তবে রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ পুরোপরি সাজানো বলেই দাবি গেরুয়া শিবিরের। বঙ্গ বিজেপির অভিযোগ, একাধিক ক্ষেত্রে রাজ্যের অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যপাল। সেই কারণেই রাজ্যপালকেও ঘৃণ্য ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।   
পুলিসের কাছে জমা পড়া অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবারই প্রথম নয়। এর আগে ২৪ এপ্রিল ওই মহিলা কর্মীকে নিজের অফিসে ডেকে বিভিন্ন আলোচনার পর তাঁকে রাজ্যপাল ‘কুপ্রস্তাব’ এবং  ‘গায়ে হাত’ দিয়েছিলেন বলে অভিযোগ। তবে কেন ওই দিন রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই মহিলা কর্মী? অভিযোগকারিনীর দাবি, তিনি ২০১৯ সাল থেকে রাজভবনের ইপিবিএক্স বিভাগে অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করছেন। ১৯ এপ্রিল রাজ্যপাল তাঁকে স্থায়ী চাকরির প্রতিশ্রুতি দিয়ে দেখা করতে বলেন বলে অভিযোগ। সেই কারণেই তিনি ২৪ এপ্রিল রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান ও অপ্রীতিকর পরিস্থিতির শিকার হন। ওই দিন কোনও রকমে রাজ্যপালের হাত সরিয়ে তিনি বেরিয়ে আসেন বলেও অভিযোগকারিনী পুলিসকে জানিয়েছেন বলেও সুত্রের খবর। চাকরি যাওয়ার ভয়ে সেবার চুপ করে থাকলেও, এদিন তিনি প্রতিবাদী হয়েছেন। তাঁর অভিযোগ, এদিন তাঁকে ফের ডেকে পাঠান রাজ্যপাল। তবে এবার একা যাওয়ার বদলে, তিনি তাঁর সুপারভাইজারকে সঙ্গে নিয়ে যান। কিছুক্ষণ পরে সুপারভাইজারকে কনফারেন্স রুম থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন রাজ্যপাল। অভিযোগকারিনীকে রাতে ফোন করার প্রস্তাব দেন বলেও অভিযোগ। এই প্রস্তাব মেনে না নেওয়ায়, রাজ্যপাল মহিলার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছেন, এমন অভিযোগই উঠেছে। ওই অস্থায়ী মহিলা কর্মী প্রথমে রাজভবনের পুলিস আউটপোস্টে অভিযোগ জানান, পরে যান থানায়। কলকাতা পুলিসের এক সূত্রে খবর, সংবিধান অনুযায়ী, কর্মরত কোনও রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা যায় না। এই পরিস্থিতিতে আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে কলকাতা পুলিস।

03rd  May, 2024
শালীনতার সীমা লঙ্ঘন করেছেন অভিজিৎ, শো-কজ কমিশনের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণের প্রেক্ষিতে এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শো-কজ করল জাতীয় নির্বাচন কমিশন। তাঁকে নোটিস পাঠিয়ে কমিশন জানিয়েছে, তাঁর ওই মন্তব্য ‘বিচারবুদ্ধিহীন, শালীনতার সীমালঙ্ঘনকারী এবং সর্বোপরি কুরুচিকর।’ বিশদ

18th  May, 2024
জীবন বিজ্ঞান বিষয়ে কম নম্বর, মধ্যমিকে সপ্তম স্থান হাতছাড়া? খাতা পুনর্মূল্যায়নের নির্দেশ হাইকোর্টের

২০২৩ সালের মাধ্যমিকে জীবন বিজ্ঞান বিষয়ে কম নম্বর দেওয়ায় এক পরীক্ষার্থীর প্রাপ্য সপ্তম স্থান হাতছাড়া হয়েছে। এমনই অভিযোগে এবার মামলা দায়ের হল হাইকোর্টে। পূর্ব মেদিনীপুরের  বেলদা থানা এলাকার জ্ঞানদীপ বিদ্যাপীঠের ছাত্র সৌম্যসুন্দর রায়ের বাবা দেবাশিস রায়ের অভিযোগ, ২০২৩ সালের মাধ্যমিকে মোট ৭০০-র মধ্যে ৬৮২ পেয়েছিল তাঁর ছেলে। বিশদ

18th  May, 2024
রাজভবনের তিনজন কর্মীর বিরুদ্ধে মামলা

রাজভবন কাণ্ডে উত্তাল হয়েছে রাজ্য রজনীতি। এবার এই ঘটনায় রাজভবনেরই তিন কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করল কলকাতা পুলিস।
বিশদ

18th  May, 2024
এনআইএ আধিকারিকরা কি ভোটের আওতাভুক্ত? কমিশনের কাছে হাইকোর্টের জিজ্ঞাসা
 

এনআইএ আধিকারিকরা কি ভোটের আওতায় পড়েন? এবার জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই তথ্য তলব করল হাইকোর্ট। এই তথ্য তলব করা হল তৃণমূল কংগ্রেসের এক আবেদনের প্রেক্ষিতে। রাজ্যের শাসক দলের দাবি, রামনবমী থেকে ভূপতিনগর বিস্ফোরণ-সহ একাধিক মামলার তদন্ত করছে এনআইএ। বিশদ

18th  May, 2024
তথাকথিত গড় রক্ষায় আধাসেনা ও এজেন্সিই ভরসা অধিকারী পরিবারের

তথাকথিত ‘গড়’, আর গড়ের ‘উত্তরাধিকারী’দের নিরাপত্তায় কমপক্ষে ২০০ আধাসেনা এখন দেহরক্ষী হয়ে কাঁথি শহরে! ভোট প্রচারে দিনভর ঘুরে বেড়াচ্ছেন গড়ের সদস্যরা। শহরের কারকুলি এলাকার বাড়ি, চৌরঙ্গির দপ্তরের সঙ্গেই কাঁথি লোকসভার এক প্রান্ত থেকে অপরপ্রান্ত ছুটছেন সশস্ত্র জওয়ানরা। বিশদ

18th  May, 2024
শেষ শুক্রবার সরগরম প্রচার, ছোট ছোট সভাতেই বাজিমাতের প্রয়াস সব দলের প্রার্থীদের

শেষ শুক্রবারের প্রচারে ঝাঁপাল লাল-সবুজ-গেরুয়া সব দলই। গঙ্গাপাড়ের দুই জেলা হুগলি ও হাওড়ার সংসদীয় কেন্দ্রগুলিতে শেষলগ্নে বাড়তি উদ্যমে প্রচার করলেন প্রার্থীরা। আজ, শনিবার পঞ্চম দফার নির্বাচনের প্রচার শেষ। বিশদ

18th  May, 2024
বিশেষ ক্ষমতা প্রয়োগ করে মাম্পিকে জামিন হাইকোর্টের

জামিন পেলেন মাম্পি দাস। শুক্রবার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে তাঁকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। এর আগে আত্মসমর্পণ করার পর তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। বিশদ

18th  May, 2024
ডেঙ্গু আক্রান্ত হাজার প্রায়, চমকে দিয়ে শীর্ষে মালদহ!

কলকাতা নয়তো উত্তর ২৪ পরগনা—ডেঙ্গু সংক্রমণে সাধারণভাবে শীর্ষে থাকবে এই দুই জেলা। এমনই প্রচলিত ধ্যানধারণা ও পরিসংখ্যানকে ওলটপালট করে বাংলায় এখন ভাইরাসঘটিত এই রোগের শীর্ষে রয়েছে মালদহ জেলা। বিশদ

18th  May, 2024
ফের ধাক্কা, আদালতের অনুমতি ছাড়া গ্রেপ্তার নয়, ইডির ডানা ছেঁটে দিল সুপ্রিম কোর্ট

নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটির ভোটের মূল অস্ত্র দুটোই—ইডি আর সিবিআই। বিরোধীরা বারবার এই অভিযোগ তুলেছে। বৃহস্পতিবার লোকসভা নির্বাচন চলাকালীন প্রাধনমন্ত্রীর সেই ‘প্রিয় অস্ত্র’-এর ডানাই ছেঁটে দিল সুপ্রিম কোর্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ‘ইচ্ছামতো’ গ্রেপ্তারির ক্ষমতায় পরানো হল লাগাম। বিশদ

17th  May, 2024
চার দফায় ভোটই দেননি ২২ কোটি, চাপে কমিশন, উদ্বিগ্ন বিজেপিও

আড়াই মাস ধরে ভোট, কোটি কোটি টাকা খরচ। এত আয়োজন সত্ত্বেও বুথমুখো হচ্ছেন না ভোটাররা? দেশজুড়ে রাজনীতির চাপানউতোরের সঙ্গে এই প্রশ্ন এখন ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। কারণ, চার দফা ভোটের শেষে জানা যাচ্ছে, ২২ কোটি ভোটার এ পর্যন্ত ভোট দিতে আসেননি। বিশদ

17th  May, 2024
‘প্রলয়শিখা’ লিখে ব্রিটিশদের রাজরোষে বিপ্লবী কবি নজরুল, ব্যাঙ্কশালে লোহার আলমারি থেকে উদ্ধার মামলার নথি

শুধুমাত্র ‘ধূমকেতু’ পত্রিকাই নয়, জ্বালাময়ী ‘প্রলয়শিখা’ কবিতা লেখার অপরাধেও রাজরোষে পড়তে হয়েছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। এ কারণে ১৯৩০ সালে তাঁকে গ্রেপ্তার করে ইংরেজ পুলিস। বিশদ

17th  May, 2024
‘ধরে নিলাম সরকারে ইন্ডিয়া...’, শাহের মন্তব্যে বিরোধী সম্ভাবনা! দেশজুড়ে জল্পনা

‘ধরে নিলাম, মহাজোট ইন্ডিয়া ক্ষমতায় এল...।’ এই মন্তব্য কার? মোদি সরকারের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহের। আর সেটাই এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় বিস্ময়। নরেন্দ্র মোদি এবং অমিত শাহ, এই দু’জনের অন্তত কেউই বিরোধীদের আধখানা নম্বর দেওয়ারও প্রয়োজন মনে করেন না। বিশদ

17th  May, 2024
‘গ্যারান্টি ফেল, এবার টাকা ছড়িয়ে ভোট লুটের চেষ্টা!’ বঙ্গ বিজেপিকে তোপ মমতার

‘তমলুক ও কাঁথির নেতারা একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু ভোটের সময় প্যাকেট চলে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়... রাতের অন্ধকারে পকেটে গুঁজে দিয়ে চলে যায়। এটা লক্ষ্য রাখবেন। ভোটের সময় এভাবে টাকা দেওয়া আমি কখনও দেখিনি। বিশদ

17th  May, 2024
‘বিজেপির বেলুন ফুটো হয়ে গিয়েছে’, নিশানা অভিষেকের

চতুর্থ দফার ভোট হয়ে গিয়েছে। কয়েকদিন পরেই পঞ্চম দফার নির্বাচন হতে চলেছে দেশজুড়ে। কিন্তু, তৃতীয়বারের জন্য মোদি সরকার গঠন যে হবে না, তার আভাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশদ

17th  May, 2024

Pages: 12345

একনজরে
পার্লামেন্টের পানশালায় মদ্যপ অবস্থায় দুই বক্তির সঙ্গে অশালীন আচরণ। তদন্তে প্রমাণিত হয়েছে অভিযোগ। আর তার জেরেই ব্রিটেনের হাউজ অব লর্ডসের পানশালা থেকে এক বছরের জন্য ...

দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে ঠান্ডা পানীয় তৈরিতে দেদার ব্যবহৃত হচ্ছে মাছ, মাংস সংরক্ষণের বরফ! বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর শহর সহ প্রত্যেকটি ব্লকের বাজারগুলিতে থাকা মিষ্টি ও ঠান্ডা ...

ভোটের মুখে শুরু হয়েছে রাস্তা তৈরির কৃতিত্ব নিয়ে কাড়াকাড়ি। প্রচারে গিয়ে বিজেপির বিদায়ী সাংসদ দাবি করেছিলেন, আমডাঙা বিধানসভার কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের শঙ্করগাছি মোড় থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত রাস্তাটি তাঁর তহবিলের টাকায় তৈরি। ...

তীরে এসেও ডুবল তরি। পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে ৩-২ গোলে হেরে ডেভেলপমেন্ট লিগে রানার্স ইস্ট বেঙ্গল। খেতাবি লড়াইয়ে বিনো জর্জকে টেক্কা দিলেন শঙ্করলাল চক্রবর্তী। ‘অপরাজেয় চ্যাম্পিয়ন’ শব্দবন্ধই পাঞ্জাবের ধারাবাহিকতার প্রমাণ।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিমা, মেয়াদি সঞ্চয় বা শেয়ার থেকে অর্থকড়ি আয় বাড়বে। ঝামেলা থেকে দূরে থাকুন। ধর্মে মতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৯০: ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবী নেতা ও গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী হো চি মিনের জন্ম
১৯০৮: লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯০৪: ভারতের অগ্রণী শিল্পপতি ও টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজী টাটার মৃত্যু
১৯১৩: ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির জন্ম
১৯২২: বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী অমর পালের জন্ম
১৯৩৪: ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় লেখক রাসকিন বন্ডের জন্ম
১৯৩৮: অভিনেতা গিরীশ কারনাডের জন্ম
১৯৫৮: ঐতিহাসিক স্যার যদুনাথ সরকারের মৃত্যু
১৯৭৪: চলচ্চিত্র অভিনেতা  নওয়াজুদ্দীন সিদ্দিকীর জন্ম
১৯৯৭: বাংলা তথা ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব শম্ভু মিত্রের মৃত্যু
২০০১: প্রথম অ্যাপল রিটেইল স্টোর উদ্বোধন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৫৩ টাকা ৮৪.২৭ টাকা
পাউন্ড ১০৪.২৩ টাকা ১০৭.৭১ টাকা
ইউরো ৮৯.২৯ টাকা ৯২.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৫,১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ জ্যৈষ্ঠ, ১৪৩১, রবিবার, ১৯ মে, ২০২৪। একাদশী ২২/১০  দিবা ১/৫১। হস্তা নক্ষত্র ৫৫/৪৩ রাত্রি ৩/১৬। সূর্যোদয় ৪/৫৮/৪৪, সূর্যাস্ত ৬/৭/২০। অমৃতযোগ প্রাতঃ ৬/৪৪ গতে ৯/২২ মধ্যে পুনঃ ১১/৫৯ গতে ২/৩৭ মধ্যে। রাত্রি ৭/৩৪ মধ্যে পুনঃ ১০/২৮ গতে ১২/৩৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/২২ গতে ৫/১৫ মধ্যে। বারবেলা ৯/৫৫ গতে ১/১২ মধ্যে। কালরাত্রি ১২/৫৫ গতে ২/১৬ মধ্যে। 
৫ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, রবিবার, ১৯ মে, ২০২৪। একাদশী দিবা ১/২৪। হস্তা নক্ষত্র রাত্রি ৩/৫।সূর্যোদয় ৪/৫৮, সূর্যাস্ত ৬/১০। অমৃতযোগ দিবা ৬/৪২ গতে ৯/২২ মধ্যে ও ১২/৪ গতে ২/৪৬ মধ্যে এবং রাত্রি ৭/৪৪ মধ্যে ও ১০/৩৪ গতে ১২/৪০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/৩২ গতে ৫/২৪ মধ্যে। বারবেলা ৯/৫৫ গতে ১/১৩ মধ্যে। কালরাত্রি ১২/৫৫ গতে ২/১৬ মধ্যে। 
১০ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
শহরের আবহাওয়ার হাল-চাল
আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ...বিশদ

10:28:11 AM

উত্তর কলকাতার কংগ্রেস প্রার্থী অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যের প্রচার

10:28:00 AM

নতুন পথ চলা শুরু আইএফএ’র
আইএফএ’র বাণিজ্যিক অংশীদার হল শ্রাচি স্পোর্টস। শনিবার মধ্য কলকাতার এক ...বিশদ

10:20:00 AM

ভারতের কোচ মানেই বিপুল চাপ: ল্যাঙ্গার
টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় কোচের পদ থেকে বিদায় নেবেন রাহুল ...বিশদ

10:00:00 AM

আগামী কয়েক ঘন্টার মধ‍্যেই কোচবিহারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা 

09:57:53 AM

সান্দাকফুগামী পর্যটকদের নিতে হবে ফিটনেস সার্টিফিকেট
এবার সান্দাকফুগামী পর্যটকদের নিতে হবে ফিটনেস সার্টিফিকেট। এমন সিদ্ধান্ত নিয়েছে ...বিশদ

09:44:14 AM