বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

নাটাবাড়িতে তৃণমূলের সভাতে ডাক পেলেন না রবীন্দ্রনাথ ঘোষ

সংবাদদাতা, তুফানগঞ্জ: ২৬ এর বিধানসভা নির্বাচনে নাটাবাড়ি কেন্দ্রে ৫০ হাজার ভোটে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিল তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা নেতৃত্ব। শনিবার তুফানগঞ্জ-১ ব্লকের বলরামপুর হাইস্কুলের মাঠে তৃণমূলের বিধানসভা ভিত্তিক কর্মিসভা হয়। এতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অনেকেই উপস্থিত ছিলেন। কিন্তু সভায় ডাক পাননি বর্ষীয়ান তৃণমূল নেতা তথা নাটাবাড়ির প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। এই কেন্দ্র থেকে ২০১১ এবং ২০১৬ সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। অথচ তাঁকে বাদ দিয়েই এদিন সভা হয়। সভায় প্রাক্তন সাংসদ তথা এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ও অনুপস্থিত ছিলেন। এনিয়ে কোচবিহারের রাজনীতিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এসেছে।  
সাংসদ জগদীশবাবু বলেন, ২৪ এর লোকসভা নির্বাচনে দলে দু’একটা গদ্দার ছিল। যারা তৃণমূলের হয়ে প্রচার করেনি। তাই এই কেন্দ্র থেকে আমরা লিড দিতে পারিনি। তা না হলে ১১০০ ভোটে পিছিয়ে থাকতাম না। বিধানসভা নির্বাচনে দল যাঁকে প্রার্থী করবে আমরা তাঁকে ৫০ হাজারের বেশি ভোটে এই কেন্দ্র থেকে জয়ী করব। ১০ বছর ধরে বিজেপি যে সাধারণ মানুষকে ঠকিয়েছে তা প্রচার করতে হবে। দুই একটা স্কুলের অনুষ্ঠানে গিয়ে, কীর্তনে গিয়ে পোস্ট দিলে হবে না। নাম না করে এভাবেই রবি পার্থকে কটাক্ষ করেন সাংসদ জগদীশবাবু। 
মন্ত্রী উদয়ন গুহ বলেন, দল কারও পৈতৃক সম্পত্তি নয়। যে যখন জেলা সভাপতির দায়িত্বে থাকবেন তাঁকে মেনে নিতে হবে। আসুন জেলা সভাপতিকে মেনে নিয়ে তাঁর নেতৃত্বে কাজ করি। এব্যাপারে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কোচবিহারে দলকে শূন্য থেকে শক্তিশালী করেছি। নাটাবাড়ি কেন্দ্রের দু’বারের বিধায়ক ছিলাম। কিন্ত আমাকে আমন্ত্রণ জানানোর প্রয়োজন জেলা নেতারা মনে করেননি। ডাকলে অবশ্যই যেতাম। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয়ন গুহ বলেন, কোচবিহারে তৃণমূলে কোনও গোষ্ঠীকোন্দল নেই। রবীন্দ্রনাথ ঘোষকে ডাকা না হলে সেটা খারাপ হয়েছে।
10d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা