বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসপি’র দ্বারস্থ মহিলা

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে হলে পুরনো কাগজপত্র দুয়ারে সরকার ক্যাম্পে দেখাতে হবে। এই মর্মে এলাকায় ঘোষণা শুনে স্বামীর সঙ্গে ক্যাম্পে গিয়েছিলেন এক মহিলা। অভিযোগ, সেখানে ১০০ টাকা চাওয়া হয়। রসিদ চাওয়া হলে তা দেওয়া হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে গণ্ডগোলের সৃষ্টি হলে সেই গোলমালের ছবি তোলেন ওই মহিলার স্বামী। তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই শুরু হয় হুমকি। প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অঞ্চল তৃণমূল সভাপতি ও সহ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করতে গেলে তা নেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর মঙ্গলবার কোচবিহারের পুলিস সুপারের অফিসে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। যদিও অঞ্চল তৃণমূল সভাপতি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। 
অভিযোগকারী মহিলা বলেন, আমার স্বামীর কান ধরা ছবি পাঠাতে বলা হয়। কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিস নেয়নি। তাই এসপি’র অফিসে অভিযোগ দায়ের করেছি। অন্যদিকে, পানিশালা অঞ্চল তৃণমূল সভাপতি মুজিবর রহমান বলেন, ওই মহিলার স্বামী দুয়ারে সরকারের ক্যাম্প হলে মহিলাদের থেকে টাকা নেয়। সরকারি কর্মসূচি বলে আমরা যেতে পারি না। তবে বিডিও বলার পর আমরা তাকে সরিয়ে দিই। পুরোটাই মিথ্যে অভিযোগ। এসপি দ্যুতিমান ভট্টাচার্য বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা