বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

অর্থের অভাবে হয়নি সরস্বতী পুজো, বিক্ষোভ অভিভাবকদের

সংবাদদাতা, দিনহাটা: সরস্বতী পুজো হয়নি স্কুলে। মঙ্গলবার দিনহাটার নয়ারহাটে পিকনিধারা এপি বিদ্যালয়ে এসে তাই বিক্ষোভ দেখান অভিভাবকরা। খবর পেয়ে নয়ারহাট পুলিস ফাঁড়ির আধিকারিকরা এসে উপস্থিত হন। স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সঙ্গে কথা বলার পরে বুধবার স্কুলে পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুলে ফান্ডের অভাবের কারণেই পুজো না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিন স্থির হয় স্থানীয়দের আর্থিক সহযোগিতায় বুধবার পুজো হবে। এদিকে, স্কুল কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মহেশচন্দ্র বর্মন। প্রধান শিক্ষক শাহজামাল হোসেনকে পঞ্চায়েত অফিসে ডেকে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 
তিথি অনুযায়ী রবিবার বেলা ১২টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত সরস্বতী পুজো হয়েছে। সোমবার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও পুজো হয়নি পিকনিধারা এপি বিদ্যালয়ে। পুজো না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রাও। মঙ্গলবার সকালে তাঁরা স্কুলে এসে বিক্ষোভ দেখানো শুরু করেন। খবর পেয়ে হাজির হন নয়ারহাট ফাঁড়ির ওসি অজয় রায়। সবপক্ষের সঙ্গে আলোচনা করে বুধবার পুজো করার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। 
স্কুলের প্রধান শিক্ষক বলেন, হেড মাস্টার হিসেবে নতুন দায়িত্ব পেয়েছি। স্কুলে পর্যাপ্ত অর্থ নেই। কিছু অভিভাবকের সঙ্গে আলোচনার পরে এ বছর পুজো না করার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার সকালে কয়েকজন অভিভাবক বিক্ষোভ দেখিয়েছেন। সকলের সহযোগিতা নিয়ে বুধবার পুজো করব আমরা। স্কুল থেকে কিছু টাকা দেওয়া হবে। বাকি টাকার জোগান দেবেন উদ্যোক্তারা। 
সনাতনী জাগরণ মঞ্চের সম্পাদক মুকুল সেন বলেন, ওই স্কুলে হঠাৎ করে সরস্বতী পুজো বন্ধের খবরে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তৃণমূল কংগ্রেস পরিচালিত গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, এভাবে স্কুলে হঠাৎ করে সরস্বতী পুজো বন্ধ করার সিদ্ধান্ত একদমই ঠিক হয়নি। এরকম সিদ্ধান্ত কেন নেওয়া হল তা জানার জন্য প্রধান শিক্ষককে পঞ্চায়েত অফিসে ডাকা হবে। ভবিষ্যতে যাতে এরকম কোনও ঘটনা না হয় তারজন্য সতর্ক করা হবে ওই শিক্ষককে। 
দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্র বলেন, বিক্ষোভের খবর পেয়ে ফাঁড়ির পুলিস কর্মীরা যান। তাঁরা আলোচনা করে সমস্যা মিটিয়ে দিয়ে এসেছেন।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা