বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

শিলিগুড়িতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ, মৃত দুই বৃদ্ধা 
 

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: একইদিনে অগ্নিদ্বগ্ধ দুই বৃদ্ধার মৃত্যু। তাঁদের নাম সানমাইক মুর্মু (৮০) ও নিশোবালা বর্মন (৫৮)। মাটিগাড়া ও প্রধাননগর থানা এলাকায় তাঁদের বাড়ি। একজন শীতের সকালে, আরএকজন সন্ধ্যায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ হন। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। এরবাইরে প্রধাননগরে এক মাছ ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন বলেই সন্দেহ। ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। 
শিলিগুড়ি পুলিস কমিশনারেটের এক অফিসার জানান, সংশ্লিষ্ট তিনটি মৃত্যুর ঘটনা নিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনাগুলি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি শীতের মরশুমে গ্রামবাসীদের সতর্কভাবে আগুন পোহানোর পরামর্শ দেওয়া হচ্ছে। 
মৃত বৃদ্ধাদের মধ্যে সানমাইকার বাড়ি প্রধাননগর থানার চম্পাসারিতে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বাড়িতে আগুন পোহাতে গিয়ে তিনি অগ্নিদ্বগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করা হয়। এদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আরএক বৃদ্ধা নিশোবালার বাড়ি মাটিগাড়া থানার বালাসন কলোনিতে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে আগুন পোহাতে গিয়ে তিনি ছ্যাঁকা খান। সেখানে ইনফেকশন হয়ে যায়। সোমবার তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 
দুই বৃদ্ধার মৃত্যুতে সংশ্লিষ্ট গ্রামগুলিতে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, শীতের থেকে রক্ষা পেতে ওই বৃদ্ধারা সম্ভবত অসতর্কভাবে আগুন পোহাচ্ছিলেন। এ ধরনের ঘটনা এড়াতে বিভিন্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। 
এদিকে, সোমবার প্রধাননগর থানার শালবাড়িতে এক মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম পবন সাহানি (২০)। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন নিজের শোবার ঘর থেকে ওই মাছ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মঙ্গলবার মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে মৃতদেহ ময়নাতদন্ত করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিসের সন্দেহ, বিভিন্ন কারণে মানসিক অবসাদে তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা