বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

নেপাল সীমান্তে মাদক কারবার রুখতে বাসিন্দাদের ফোন নম্বর দিলেন এসপি

সংবাদদাতা, নকশালবাড়ি: ভারত-নেপাল সীমান্ত এলাকায় মাদকের কারবার সহ যে কোনও অপরাধ রুখতে বাসিন্দাদের নিজের ফোন নম্বর দিলেন দা‌র্জিলিংয়ের পুলিস সুপার প্রবীণ প্রকাশ। শনিবার পানিট্যাঙ্কিতে তিনি সাংবাদিক সম্মেলন করে মাদক নিয়ে গত দু’মাসের পুলিসের প্রোগ্রেস রিপোর্ট তুলে ধরেন। বৈঠক শেষে তিনি সীমান্তের মাদক প্রবণ এলাকা ঘুরে দেখেন। একই সঙ্গে এনিয়ে তিনি বাসিন্দাদের আশ্বাস দেন। তিনি নিজের ফোন নম্বর মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। শুধু মাদক নয়, যে কোনও অপরাধ বা দুষ্কৃতীমূলক কাজের অভিযোগ সরাসরি পুলিস সুপারকে মেসেজ কিংবা ফোন মারফত জানানো যাবে। 
পুলিস সুপার বলেন, দু’মাস ধরে মাদক দমন করতে নকশালবাড়ি, খড়িবাড়ি ও ফাঁসিদেওয়া এলাকায় পুলিসের অভিযান চলছে। এতে দু’মাসে ২৫টি মামলায় ৬০ জন গ্রেপ্তার হয়েছে। তাতে দেড় কেজি ব্রাউন সুগার, ১৫০০ কেজি গাঁজা, ১৪০০ নিষিদ্ধ কাফ সিরাপ, ১৫ হাজার ট্যাবলেট সহ নগদ প্রায় ১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এতে মাদক কারবারিরা আতঙ্কে রয়েছে। মাদক সংক্রান্ত তথ্য সরাসরি আমাকে ৯১৪৭৮৮৯০৪৫ ফোন নম্বরে জানাতে পারেন। গোপনীয়তা বজায় রেখে পুলিস উপযুক্ত পদক্ষেপ নেবে। এছাড়া এলাকার মাদকাসক্তদের রিহ্যাবে পাঠাতে আর্থিক সাহায্যের ব্যবস্থা আমরা করব। 
উল্লেখ্য, শুক্রবার পানিট্যাঙ্কির গন্ডগোলজোতে পুলিসের অভিযানে ওই এলাকার একটি বাড়ির পিছনের মাটি খুঁড়ে ৬০০ বোতল কাফ সিরাপ, ৬ হাজার ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় জ্যোতি ছেত্রী নামে এক মহিলা গ্রেপ্তার হয়েছে। এনিয়ে পুলিস সুপার প্রবীণ প্রকাশ বলেন, বিভিন্ন জায়গা থেকে এগুলি সংগ্রহ করে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। যা পাচার করা হতো। আমরা বেশ কয়েকজনের নাম পেয়েছি। শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে। - নিজস্ব চিত্র।
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা