বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

আন্দোলন উঠে গেলেও স্বামীজির আলোচনাচক্রে গরহাজির উপাচার্য, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অসন্তোষ প্রকাশ অশিক্ষক কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: অশিক্ষক কর্মীদের আন্দোলন প্রত্যাহার হয়েছে শুক্রবার। তারপরও ঘেরাও হওয়ার আশঙ্কায় রবিবার স্বামীজির জন্মজয়ন্তীতেও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে গরহাজির থাকলেন উপাচার্য দীপককুমার রায়। স্বামীজিকে নিয়ে আলোচনা সভায় দিলেন না তাঁর পূর্বনির্ধারিত ভাষণও। যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা। 
স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে এদিন দুপুরে ইতিহাস বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ আলোচনাচক্রের আয়োজন হয়। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের লিখিত অনুষ্ঠানসূচি অনুযায়ী এদিন বেলা সাড়ে ১১ টা নাগাদ সেখানে বক্তব্য রাখার কথা ছিল উপাচার্যের। কিন্তু উপাচার্য গরহাজির থাকলেন সেখানে। যদিও পরে মোবাইল ফোনে উপাচার্য জানান, আমি একটি পূর্বনির্ধারিত অনুষ্ঠানের জন্য মালদহে গিয়েছিলাম। তাই বিশ্ববিদ্যালয়ে থাকতে পারিনি। আমি আগে থেকেই ডিনকে অনুষ্ঠান পরিচালনার বিষয়ে বুঝিয়ে দিয়েছিলাম।
আর্টস-কমার্স-ল’য়ের ডিন তথা ইতিহাস বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ দাস বলেন, স্বামীজীর সার্বিক জীবন দর্শন, বিজ্ঞানমনস্কতা নিয়ে আলোচনাচক্রের আয়োজন হয়। শিক্ষক, ছাত্রছাত্রী, গবেষকরা সকলেই আলোচনাচক্রে উপস্থিত ছিলেন। তিনি বলেন, উপাচার্যের নির্দেশিকা অনুযায়ী এদিন অনুষ্ঠানটি পরিচালিত হয়। কিন্তু উপাচার্য এদিন আসতে পারেননি। ভিসি কেন আসেননি তা নিয়ে অধ্যাপক কোনও মন্তব্য করতে চাননি। ভিসির গরহাজিরে অসন্তোষ প্রকাশ করেছে অশিক্ষক কর্মীদের সংগঠন সারাবাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি। সংগঠনটির বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষক বিজয় দাস বলেন, উপাচার্য ভেবেছেন স্বামীজীর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এলেও হয়তো আমরা তাঁকে ঘেরাও বা আটক করব। কিন্তু এরকম একটি পূণ্য দিনে তাঁকে ঘেরাওয়ের কোনও পরিকল্পনা আমাদের ছিল না। আসলে তিনি দীর্ঘসময় ধরে যেসব অনৈতিক কাজ করেছেন, তারজন্য আমরা কোনওভাবে তাঁর মুখোমুখি হব ভেবেই, তিনি এদিন আসেননি। 
বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন তুলে নেওয়া হলেও অশিক্ষক কর্মী তপন নাগের সাসপেনশন এখনও ওঠেনি। বিজয় বলেন, উপাচার্যর কাছে আমরা জানতে চাইব, ৫ মাস বাদেও কেন অশিক্ষক কর্মী তপন নাগের সাসপেনশন প্রত্যাহার হল না।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্বামীজীর জন্মজয়ন্তী অনুষ্ঠানে অনুপস্থিত উপাচার্য। -নিজস্ব চিত্র
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা