বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

নদীঘাট চালুর দাবিতে শ্রমিক বিক্ষোভে উত্তাল বিডিও অফিস

সংবাদদাতা, বাগডোগরা: নদী ঘাট থেকে বালি-পাথর তোলার দাবিতে বিক্ষোভে উত্তাল হল মাটিগাড়া বিডিও অফিস। দীর্ঘদিন ধরে ঘাট বন্ধ। পেটের ভাত জোটাতে সমস্যায় পড়ছেন নদী শ্রমিকরা। অতএব, আন্দোলন। সোমবার দুপুরে কয়েকশ শ্রমিক নদীর ঘাট খোলার দাবি নিয়ে বিডিও অফিসে আসেন। সেখানে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হতেই উত্তেজনা তৈরি হয়। পরিস্থতি সামাল দিতে আসতে হয় মাটিগাড়া থানার পুলিসকে।
মাটিগাড়া ব্লকের চম্পাসারি গ্রাম পঞ্চায়েতের মহানন্দা নদী থেকে কয়েকমাস ধরে বালি-পাথর তোলা বন্ধ রয়েছে। এতে নানা সমস্যায় পড়েছেন নদী শ্রমিকার। বিপদে পড়েছেন ট্রাক চালক এবং মালিকরা। শ্রমিকদের অভিযোগ, মাটিগাড়ার বালাসন নদীর ঘাট খুলে গেলেও চম্পাসারির নদী ঘাট খুলছে না। এনিয়ে মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাসকে স্মারকলিপি দেন তারা। 
দলিলা খাতুন নামে এক বিক্ষোভকারী শ্রমিক বলেন, গত কয়েকমাস ধরে নদী বন্ধ রয়েছে। কিছুদিন আগে নদী খোলার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। আমাদের সকলের ঋণ নেওয়া আছে। খাওয়ার খরচ, সন্তানদের পড়াশোনা টাকার অভাবে কিছুই হচ্ছে না। প্রশাসন কোনও জবাব দিচ্ছে না। দ্রুত নদীঘাট খুলতে হবে, এটাই আমাদের দাবি। নীলকুমার বিশ্বকর্মা নামে আরএক বিক্ষোভকারী বলেন, নদী ঘাট বন্ধ থাকায় কাজ বন্ধ। এতে গাড়ির ঋণের টাকাও দিতে পারছি না। সন্তানদের ঠিকমতো খাবার দিতে পারছি না। বন্ধ করতে হলে সমস্ত বড়ো গাড়িগুলিকেও বন্ধ করা হোক। আমাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের দিকে যাব। 
এবিষয়ে মাটিগাড়ার বিডিও জানান, প্রায় ২০০জন শ্রমিক, চালক ও কিছু বাংলার বাড়ির উপভোক্তা এসেছিলেন। তাদের অভিযোগ, তারা কাজ করার জন্য বালি পাথর পাচ্ছেন না। মাটিগাড়া ব্লকে কিছু ঘাটের জন্য বিজ্ঞপ্তি হয়েছিল। এই ঘটগুলো লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে। আমি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব, যাতে প্রক্রিয়াটি তাড়াতাড়ি শেষ করা যায়। তাহলেই সমস্যার সমাধান হবে। - নিজস্ব চিত্র।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃষ্টিশীল কাজকর্মে উন্নতি হবে।  কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। বিশেষ কোনও কারণে মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৩৮ টাকা ১১১.১৫ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     February,   2025
দিন পঞ্জিকা