বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

শপিংমল থেকে চকোলেট চুরি, তৃতীয় দিনে ধৃত যুবক

সংবাদদাতা, ময়নাগুড়ি: শপিংমল থেকে চকোলেট চুরি করতে গিয়ে ধরা পড়ল এক যুবক। তারপর স্থান হল শ্রীঘর। দুই দিন চকোলেট চুরি করার পর তৃতীয় দিন অভিযুক্ত যুবককে ধরে পুলিসের হাতে তুলে দিল মল কর্তৃপক্ষ। ময়নাগুড়ি শহরের আনন্দনগরে জর্দা নদীর পাশে শপিংমলটি। রবিবার রাতে অভিযুক্তকে পাকড়াও করে পুলিসের হাতে তুলে দেয় মল কর্তৃপক্ষ। 
পেটকাটির বাসিন্দা ওই যুবক দু’দিন ধরে শপিংমলে আসছিল। তার লক্ষ্যই থাকত দামি চকোলেট চুরি করা। সেগুলি কম দামে বাজারে বিক্রিয় করছিল সে। দু’দিনে ভালোই লাভ হওয়ার রবিবার এসেই সে ধরা পড়ে যায়। তার হেফাজত থেকে উদ্ধার হয় ১০টি চকোলেট। এরপর মল কর্তৃপক্ষ থানায় বিষয়টি জানায়। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে পুলিস। অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে শপিংমল কর্তৃপক্ষ। যুবকের কথায় অসঙ্গতি মেলায় পুলিস তাকে গ্রেপ্তার করে। জেরায় সে চুরির কথা পুলিসের কাছে স্বীকারও করে নেয়। 
পুলিস জানিয়েছে, ধৃতের নাম শুভদীপ মণ্ডল। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত যুবক নেশা করে। নেশার টাকার জন্যই সে মলে গিয়ে চুরি করেছিল। অভিযুক্তর দাবি, ২০০ টাকা দামের তিনটি চকোলেট চুরি করেছি। বাইরে এসে ৫০০ টাকায় বিক্রি করেছি। এরকম কাজ আর করব না। 
ওই মলের ম্যানেজার সুরঞ্জন রায়চৌধুরী বলেন, বেশকিছু দিন ধরে চকোলেট চুরি হচ্ছিল। চকোলেটে বারকোড থাকে না। কিছুদিন ধরেই দামি চকোলেট কমছিল। স্টক মিলছিল না। রবিবার আমরা সতর্ক হয়ে যাই। সেকারণেই অভিযুক্ত হাতেনাতে ধরা পড়ে। ১০টি দামি চকোলেট এখনও পর্যন্ত চুরি হয়েছে। আমরা পুলিসকে লিখিতভাবে জানিয়েছি। পুলিস জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
22h 22m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা