বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

রেডিমেড পিঠেপুলিই ভরসা পৌষপার্বণে

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: শীতে মা-ঠাকুমার হাতের রকমারি পিঠেপুলির  স্বাদ আজও অমলিন বাঙালির ঘরে ঘরে। তা সে পেটে সহ্য হোক বা না হোক। নিউক্লিয়ার পরিবারে স্বামী-স্ত্রী উভয়েই চাকুরিজীবী। ফলে সময়ের অভাব। তবে পৌষপার্বণে এতটুকু কমেনি পিঠের চাহিদা। আর তাই রায়গঞ্জ শহরের  বেশ কয়েকটি মিষ্টির দোকানে হু হু করে কমছে ট্র্যাডিশনাল রসগোল্লা, ক্ষীরকদম্ব, কাঁচাগোল্লার বিক্রি। বাড়ছে রকমারি পাটিসাপ্টা, ছানার পুলি, দুধপুলির মতো হরেক পিঠের বিক্রিবাট্টা। 
আগামী কাল, মঙ্গলবার বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষপার্বণ। ঘরে ঘরে পালিত হতে চলেছে এই উৎসব। ওই দিন রকমারি পাটিসাপ্টা, সরু চাকলি, ভাপা পিঠে, পুলি, পায়েসে রসনাতৃপ্তি চলে ঘরে ঘরে। যার মাধ্যমে স্বাগত জানানো হবে মাঘ মাসকে। আর এই বিশেষ দিন উপলক্ষ্যে মিষ্টির দোকানগুলিতে তৈরি হচ্ছে রকমারি পিঠে। রায়গঞ্জ শহরের কয়েকটি দোকানে ইতিমধ্যে ব্যাপকভাবে বিক্রি শুরু হয়ে গিয়েছে, নলেন গুড়ের রসে পাকানো ক্ষীরের পুর দেওয়া পাটিসাপ্টা। কোথাও আবার নারকেল ও ক্ষীরের পুর দেওয়া পাটিসাপ্টা, ছানার পুলি, দুধপুলি, তেলেভাজা পিঠে। রায়গঞ্জ শহরের কলেজপাড়ার মিষ্টির দোকানও তার ব্যতিক্রম নয়। দোকানের ম্যানেজার সাধন দাস বলেন, পৌষপার্বণ উপলক্ষ্যে গত কয়েকদিন ধরেই আমরা রকমারি পিঠে বানিয়ে দোকানের রেকাবে সাজিয়েছি। লাগাতার বিক্রিও হচ্ছে। পৌষপার্বণের দিন আরও কয়েকপ্রকার পিঠে বানানো হবে। ক্ষীরের পুর দেওয়া পাটিসাপ্টা প্রতি পিস বিক্রি হচ্ছে ১৫ টাকায়। প্রতিদিন অন্তত ২০০ পিস ওই পিঠে বিক্রি হচ্ছে। 
শহরের আরেক প্রান্ত এফসিআই মোড়ের একটি মিষ্টির দোকান সাড়া ফেলে দিয়েছে ছানার দুধপুলি তৈরি করে। সঙ্গে দেদার বিকোচ্ছে নারকেল ও ক্ষীরে ঠাসা পাটিসাপ্টা। দোকানটির মালিক উত্তম সাহা বলেন, মরশুমের এই সময়টা এখন ক্রেতাদের মধ্যে পিঠেপুলির চাহিদা থাকে। আমরা সেই মতো কারিগরদের দিয়েই রকমারি পিঠে তৈরি করাচ্ছি। প্রতিদিন অন্তত ১০০ পিস পাটিসাপ্টা এখনই বিক্রি হচ্ছে। আবার অনেকে কিনতে আসছেন, রসগোল্লা, কাঁচাগোল্লা, রসমালাইয়ের মতো মিষ্টি। তাঁরা যেই দেখছেন দোকানে রেডিমেড পিঠে সাজানো, তখন অন্য মিষ্টি বাদ দিয়ে নিচ্ছেন পিঠে। তাঁর কথায় বাড়িতে এখন পিঠে তৈরির ঝঞ্ঝাট অনেকেই করেন না। তাই দিন দিন রেডিমেড পিঠের চাহিদা বেড়ে চলেছে।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা