বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

হাতি-মানুষের সংঘাতের মূলে জনসংখ্যা বৃদ্ধি

সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: ১৯৪০ সালের গোড়ায় জাপানিদের ঠেকাতে ইংরেজরা সবার ব্যক্তিগত হাতিকে টেনে নিয়ে চট্টগ্রামে একটা এলিফ্যান্ট ব্রিগেড তৈরি করে। সমতল ভূমি ধরে ব্রহ্মদেশের আরাকান প্রদেশ ধরে আক্রমণ প্রত্যাশিত ছিল। জাপানিরাও এটা আন্দাজ করে উত্তরে ব্রহ্মদেশ থেকে মণিপুরে দুর্গম পাহাড়ি রাস্তা ধরে আক্রমণ চালায়। কোহিমার সেই যুদ্ধের কথা সবাই জানেন। ফলে চট্টগ্রামের এলিফ্যান্ট ব্রিগেড বিশেষ কাজে লাগে না। এই সময় এল আমেরিকানদের দৈত্যাকার জিপ ও ফোর হুইল ড্রাইভ ট্রাক। কয়েক হাজার বছর ধরে যুদ্ধে রণহস্তীর ভূমিকা শেষ হয়ে গেল (‘হাতির সঙ্গে বেড়ে ওঠা’-ধৃতিকান্ত লাহিড়ী চৌধুরী, পৃষ্ঠা সংখ্যা ১১)।
রণহস্তীর ভূমিকা শেষ হল মানেই হাতি ধরার প্রক্রিয়াও ধীরে ধীরে কমতে শুরু করল। এর সাত বছর পর ভারতবর্ষ স্বাধীন হচ্ছে। বড় বিচিত্র সেই সময়। জমিদারি প্রথা অনেক আগেই উঠে গিয়েছে। দেশীয় রাজ্যগুলি একে একে স্বাধীন ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে শামিল হয়ে যাচ্ছে। ঐতিহ্য ও পরম্পরা বজায় রাখতে কিছু জমিদার বাড়িতে তখনও হাতি রয়ে গিয়েছে। কালে কালে সেটাও নিঃশেষ হয়ে গিয়েছে।
উত্তরবঙ্গের উত্তরাঞ্চলেও স্মরণাতীত কাল ধরে হাতির গমনের পথ রয়েছে। এখন যাকে ‘করিডর’ বলা হয়। অসম হয়ে অবিভক্ত জলপাইগুড়ি জেলা, ভুটান ও নেপাল সীমান্তের বিরাট এলাকাজুড়ে হাতিদের চলাচল আদিকাল থেকে। হাতিরা চলাচল করে তাদের নিজস্ব নিয়মে। সেই কবে ব্রিটিশরা ভারতে এসে উত্তরবঙ্গ, অসমে চা চাষ শুরু করেছিল! শুরু হয়েছিল রেললাইন পাতার কাজ। চা পাতা উৎপাদন করে, গাছ কেটে সেই চা ও কাঠ ট্রেনে চাপিয়ে নিয়ে যাওয়া শুরু হতে সমস্যা আরম্ভ। যে হাতির পাল গহীন অরণ্য পথে বিচরণ করে এসেছে, তার চলার পথে গড়ে উঠল চা বাগান। বদলাতে হল পথ। আবার ফিরতি পথে কয়েক বছর পর  গজিয়ে উঠল শ্রমিক বস্তি বা রেল লাইন। ফলে আবারও পথ বদলাতে হলো হস্তীযুথকে। শুরু হল মানুষ ও হাতির সংঘাত।
কোথাও সংকোশ আর কোথাও তিস্তা! এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়েক দশক আগেও ছিল ঘন অরণ্য। স্বাধীনতা, ব্রিটিশ আমল বা তারও আগে রাজন্য শাসিত আমলে এই অঞ্চলে অরণ্য কত ঘন ছিল, তা অনেকেরই জানা। হাতির সংখ্যাও অনুমান করা যায়। কিন্তু মানুষের সংখ্যা ছিল কম। চা বাগান, দেশভাগ, বাংলাদেশের যুদ্ধ, শরণার্থীদের আশ্রয় সহ মানুষের সংখ্যা বৃদ্ধিই হাতির সঙ্গে মানুষের সংঘাতের পটভূমি রচনা করেছে। যা আজ চরম বিপদের মুখে দাঁড় করিয়েছে। হাতি ও মানুষের প্রাণ সংশয় হচ্ছে অহরহ।
বনদপ্তরের অবসরপ্রাপ্ত আধিকারিক বিমল দেবনাথ বলেন, আগে যে সব জায়গায় হাতি বের হতো না, এখন সেখানেও দেখা যাচ্ছে। উত্তরবঙ্গ শান্ত জায়গা ছিল। এত মানুষের বসবাস হওয়ার কথা ছিল না। ব্যাপক হারে বসতি বৃদ্ধির কারণেই সমস্যা। (চলবে)
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা