উত্তরবঙ্গ

বিদায় ২০২৪, স্বাগত ২০২৫: বর্ষবরণে মেতে উঠল উত্তরবঙ্গ

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: মিঠে রোদ। দিনভর মনোরম আবহাওয়া। রাতে সামন্য ঠান্ডার কামড়। তা সত্ত্বেও মঙ্গলবার মাঝরাতে মহানন্দা থেকে তিস্তা, তোর্সা থেকে কালজানি পাড়ের চার শহর মাতল বর্ষবরণে। নাচ, গান থেকে ভূরি ভোজের জমজমাট আসর। আতশবাজি পুড়িয়ে, বেলুন উড়িয়ে, কেককেটে নতুন বছরকে স্বাগত জানানো হয়। বিভিন্ন এলাকায় পিকনিকের আসর বসে। পার্ক, চিড়িয়াখানা ও উদ্যানে ভিড় জমান দর্শনার্থীরা। আইন-শৃঙ্খলা ঠিক রাখতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিস। উত্তরবঙ্গ পুলিসের এক অফিসার বলেন, বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব নির্বিঘ্নেই হয়েছে। ভিড় ছিল দার্জিলিং, কালিম্পংয়ে।
এদিন সকালে রোদ ঝলমলে ছিল শিলিগুড়ির। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহানন্দা বেষ্টিত এই শহরের আকাশে হালকা মেঘের আনাগোনা হয়। সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া। তা হলেও জঙ্গল ঘেরা তরিবাড়ি, মহানন্দা নদীর চর, পাহাড়ের কোলে দুধিয়া, চা বাগান ঘেরা মোহরগাঁও গুলমা, এমএম তরাই, লালপুল প্রভৃতি এলাকায় চলে পিকনিকের আসর। এছাড়া, সূর্য সেন পার্ক, বেঙ্গল সাফারি সহ বিভিন্ন পার্কে ভিড় করে প্রচুর লোক। সন্ধ্যার পর থেকে ঠান্ডার দাপট বাড়ে। তা হলেও বিভিন্ন হোটেল, রেস্তেরাঁ, বার, পাব, ক্লাবে বসে নাচ ও গানের আসর। তাতে যুবক-যুবতীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পাড়ায় পাড়ায় রাস্তার মোড়ে ও বাড়ির ছাদে সাউন্ড বক্স বাজিয়ে পিকনিক করা হয়। রাত ১২টা বাজতেই আতশবাজি পুড়িয়ে, কেক কেটে ২০২৫’কে স্বাগত জানানো হয়। আইন-শৃঙ্খলা ঠিক রাখতে তৎপর ছিল পুলিস। সন্ধ্যার পর দেশবন্ধু চিত্তরঞ্জন উড়ালপুল সহ বিভিন্ন এলাকায় পুলিস স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালায়। 
তোর্সা পাড়ের কোচবিহার শহরও ছিল দিনভর জমজমাট। এদিন সাগরদিঘি, রাজবাড়ি, মদনমোহন মন্দির, এনএন পার্ক, বাণেশ্বর মন্দির, মধুপুর পিকনিক স্পট, রসিকবিল, গোসানিমারি রাজপাট প্রভৃতি এলাকায় ভিড় করেন দর্শনার্থীরা। পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, বর্ষবরণের রাত নির্বিঘ্নে কাটাতে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তিস্তা পাড়ের জলপাইগুড়ি ও কালজানি পাড়ে আলিপুরদুয়ার জেলাতেও জমজমাট উৎসবের আমেজ। তিস্তার চরে, বৈকুণ্ঠপুর জঙ্গলে বোদাগঞ্জে পিকনিকের আসর বসে। তিস্তা উদ্যানে ভিড় ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যা নামতেই আলোর মাল ঝলমলিয়ে ওঠে জলপাইগুড়ি শহর। এদিকে, পয়লা জানুয়ারি জলপাইগুড়ির জন্মদিন। এবার ১৫৭ বছরে পা দিল এই জেলা। এই উপলক্ষ্যে রাত ১২টায় শহরের মিলন সঙ্ঘের মাঠে ১৫৭ পাউন্ড কেক কেটে জন্মদিন সেলিব্রেট করা হয়। আলিপুরদুয়ার জেলার জয়ন্তী, রাজাভাতখাওয়া, সিকিয়াঝোরা প্রভৃতি পিকনিক স্পটে ব্যাপক ভিড় ছিল। 
6d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা