উত্তরবঙ্গ

 শিলিগুড়িতে ভাড়াটিয়াদের উপর নজরদারি নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কসমোপলিটন টাউন। বিভিন্ন ভাষাভাষির মানুষের বসবাস ক্রমবর্ধমান। শুধু তাই নয়, এখানে পাকিস্তানি চর, বিভিন্ন রাজ্যের দাগি দুষ্কৃতীদের হদিশও মিলেছে। সম্প্রতি আল কায়েদা জঙ্গি যোগের অভিযোগে এখানে হানা দিয়েছে এনআইএ। এমন প্রেক্ষাপটে উত্তর-পূর্ব ভারতের প্রবেদ্বার তথা ‘মিনি ইন্ডিয়া’ শিলিগুড়িতে ভাড়াটিয়াদের উপর নজরদারি চালানো নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ, একদা শহরের নিরাপত্তায় পুলিস ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে উদ্যোগী হলেও তা কার্যত থমকে। যার ফলে কে কী মতলবে এখানে ঘাঁটি গাড়ছে তা স্পষ্ট নয়। এনিয়ে শহরে বিপদের শঙ্কা করছে বিভিন্ন মহল। 
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস কমিশনারেটের কমিশনার সি সুধাকর অবশ্য বলেন, ভাড়াটিয়াদের উপর নজর রয়েছে। এ বিষয়ে আরও জোর দেওয়া হয়েছে। নিয়মিত ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করতে সফটওয়ার তৈরি করা হয়েছে। 
পুলিস কমিশনার যাই বলুন না কেন সাম্প্রতিক কিছু অপরাধমূলক ঘটনায় সামনে আসার পরই ভাড়াটিয়াদের উপর নজরদারি চালানো নিয়ে প্রশ্ন উঠেছে। আয় কায়েদা জঙ্গির খোঁজে সোমবার ফুলবাড়ির কাঞ্চনবাড়ির এক ভাড়াটিয়া যুবককে দীর্ঘ ১১ ঘণ্টা জেরা করে এনআইএ। ওই যুবকের প্রকৃত বাড়ি, ব্যবসা সম্পর্কে কিছুই জানতেন না বাড়ির মালিক। এরআগে হায়দরপাড়ায় এক মহিলা ভাড়াটিয়ার ঘরে খুন হন এক সেনা জওয়ান। ওই মহিলার সম্পর্কেও পুলিসের কাছে আগাম তথ্য ছিল না। 
ভানুনগরে ফ্ল্যাট বাড়িতে খুন হওয়া যুবতীর ঘরে কে, কখন আসতেন তাও জানতে না আবাসনের মালিক। সেই খুনের ঘটনা এখনও কিনারা হয়নি। দেড়বছর আগে এনজেপির বস্তি থেকেই পাকিস্তানি চর ধরা পড়ে। সে বিহার থেকে এখানে এসে টোটোচালকের ছদ্মবেশে ছিল। তার সম্পর্কেও কোনও তথ্য পুলিসের কাছে ছিল না। ঘটনাগুলি পর্যালোচনা করে বিভিন্ন মহল রীতিমতো উদ্বিগ্ন। বিভিন্ন মহলের অভিযোগ, পুলিসি নজরদারির অভাবেই শহর সংলগ্ন ফুলবাড়ি, এনজেপি, হায়দরপাড়া, ভক্তিনগর, মাটিগাড়া প্রভৃতি এলাকায় অবাধে চলছে বাড়ি ভাড়া দেওয়া। সংশ্লিষ্ট এলাকাগুলিতে টোটোচালক, সাধারণ ব্যবসায়ী, দিনমজুর প্রভৃতির বেশে কম দামে বাড়ি ভাড়া নিচ্ছে প্রতিবেশী জেলার মানুষ ও ভিনরাজ্যের বাসিন্দারা। 
সংশ্লিষ্ট বাড়ি ও আবাসনের ঘরগুলিও খুপরির মতো। তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য নিচ্ছেন না বাড়ি বা আাবাসনের মালিকরা। এরফলেই ওই ভাড়াটিয়াদের আসল মতলব বোঝার উপায় নেই। ফলে শহরে বিপদের আশঙ্কা ক্রমশ বাড়ছে। বড় ধরনের কোনও ঘটনা ঘটলে পুলিসকে অন্ধকারে হাতড়াতে হবে। তাই এ ব্যাপারে পুলিসকে এখনই সতর্ক হতে হবে। 
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা