উত্তরবঙ্গ

ঘরবন্দি মনোজ, বিজেপি প্রার্থীকে গো-ব্যাক স্লোগান

ব্রতীন দাস ও রবীন রায়, মাদারিহাট: শুরুটা দেখেই বোঝা গিয়েছিল, গোটা দিনের ছবিটা কেমন হবে? চোখেমুখে একরাশ উদ্বেগ নিয়ে সকাল পৌনে ৯টায় মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহার যখন বিন্নাগুড়ি হাইস্কুলের বুথে এলেন, তখন দলের একজন কর্মীরও দেখা নেই। বুথ সংগঠনের এই ‘বেহাল দশা’ লুকোতে সাতসকালেই অভিযোগের বন্যা বইয়ে দেন তিনি। বলেন, তুলসীপাড়া, মুজনাই, শিশুবাড়ি সহ অন্তত গোটা পাঁচেক বুথে তাঁদের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি। কিন্তু বেলা যত গড়িয়েছে দেখা গিয়েছে, গ্যান্দ্রাপাড়া, দলদলি, ইসলামাবাদ, রাঙালিবাজনা, রামঝোরা টি গার্ডেন কোথাও বিজেপির পোলিং এজেন্টই নেই। বেশিরভাগ জায়গাতেই গেরুয়া শিবিরের ক্যাম্প অফিসগুলিতে বসে স্কুলের ছাত্রছাত্রীরা, কোথাও আবার খাবারের টোপ দিয়ে আনা হয়েছে চা শ্রমিকদের। এই পরিস্থিতিতে কোনওমতে বিন্নাগুড়ির কয়েকটা বুথ ঘুরেই ফেরার পথ ধরেন রাহুল। 
রাঙালিবাজনা, শিশুবাড়ি হয়ে মাদারিহাটে ঢুকতেই বাসিন্দাদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। মুজনাই চা বাগানের ৬২ নম্বর বুথে ঢোকার মুখে এলাকার মানুষ তাঁর গাড়ি ঘিরে ধরে গো-ব্যাক স্লোগান দিতে থাকেন। প্রশ্ন করে, বিজেপির বিধায়ক, সাংসদরা মাদারিহাটের উন্নয়নে কী করেছেন? বিক্ষোভের জেরে বুথে ঢুকতেই পারেননি প্রার্থী। গাড়ি ঘুরিয়ে এরপর ফেরার চেষ্টা করেন। তখনই তাঁর গাড়ির উপর আবার চড়াও হন একদল বাসিন্দা। ক্ষোভ উগরে দেন তাঁরা। 
এই ঘটনায় অবশ্য তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি প্রার্থী। তাঁর তোপ, মুজনাইয়ের ওই বুথে তৃণমূল ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করছিল। খবর পেয়েই গিয়েছিলাম। তখনই আমার উপর হামলা হয়। পাথর ছুড়ে গাড়ির কাচ পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। আমার গায়েও হাত তোলা হয়েছে। কমিশনে অভিযোগ জানিয়েছি। 
বিজেপি প্রার্থী যখন বিক্ষোভ সামলাতে হিমশিম, ঠিক তখনই খোশমেজাজে গয়েরকাটায় চা বলয়ের বুথে বুথে ঘুরছেন মাদারিহাটের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। তিনি বলেন, মাদারিহাটে বিজেপির বিধায়ক ছিলেন। এখন সাংসদও রয়েছেন। কিন্তু এলাকার মানুষের জন্য কিছুই করেননি। সেই রাগ থেকেই বাসিন্দারা বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন। এরসঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। 
এদিকে, বুথের বাইরে দলের কর্মীদের দেখা মিলছে না, ক্যাম্প অফিসে বসার মতো লোকও নেই, এমন অভিযোগ পেয়েও কার্যত গোটা দিনই বীরপাড়ার বাড়িতে ‘বন্দি’ থাকলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। তাঁর গলাতেও বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ। সকাল ১১টা পর্যন্ত বাড়িতে কাটিয়ে মনোজ সপরিবার ভোট দিতে যান সিংহানিয়া চা বাগানে। সেখানে কিছুক্ষণ থেকে ফের চলে আসেন বাড়িতে। দুপুর ২টো পর্যন্ত বাড়িতেই ছিলেন। তাঁর অভিযোগ, পুলিস তাঁকে বুথে বুথে যেতে দেয়নি। বিকেলের দিকে মাদারিহাট ও রামঝোরা চা বাগানে ‘বুড়ি ছোঁয়া’র মতো ঢুঁ মেরেই নির্বাচনী পরিক্রমা শেষ করেন বিজেপির মাদারিহাটের ‘ভোট কাণ্ডারি’।  
(রাহুল লোহারের এই গাড়ির কাচ ভাঙা হয় বলে অভিযোগ। নিজস্ব চিত্র।)
22h 22m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা