উত্তরবঙ্গ

জলপাই পাড়ায় নাবালককে বেদম মার ২ বিজেপি কর্মীর

সংবাদদাতা, ময়নাগুড়ি: খেলার ছলে গাছ থেকে জলপাই পাড়তে গিয়েছিল এক নাবালক। সেই ‘অপরাধে’ দুই বিজেপি কর্মী তাকে বেদম মারধর করে বলে অভিযোগ। বুধবার ময়নাগুড়ির খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের দ্বারিকামারিতে ঘটনাটি ঘটেছে। জখম নাবালক খো খো খেলে। ১৬ তারিখ খো খো খেলতে তার বর্ধমান যাবার কথা। তার আগে এই মারধরে সে অসুস্থ হয়ে পড়েছে। খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু রায় ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন। অপরদিকে, বিজেপির ময়নাগুড়ি বিধানসভার কনভেনার রথীন আচার্য অভিযুক্তদের বিজেপি কর্মী বলে স্বীকার করেছেন। তিনি দলীয় স্তরে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
রথেরহাট হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র অপূর্ব রায় বন্ধুদের নিয়ে কালীপদ বাউলের জলপাই গাছ থেকে জলপাই পাড়তে গিয়েছিল। অভিযোগ, হঠাৎ করেই কালীপদ বাউলের দুই ছেলে জীবন বাউল এবং পরান বাউল দৌড়ে এসে তাকে টেনে হিঁচড়ে গাছ থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। গাছের নীচে থাকা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন অংশে মারধর করে। কপালেও আঘাত লাগে। কাঁদতে কাঁদতে অপূর্ব বাড়ি গিয়ে অসুস্থ অনুভব করে। সেটা দেখে পেয়ে পরিবারের লোকজন তাকে চূড়াভাণ্ডার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন।  চিকিৎসা করে বুধবার ময়নাগুড়ি থানায় অপূর্ব রায়ের বাবা ভবেশ রায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে ভবেশ বলেন, দুপুরে হঠাৎ করে ছেলে বাড়িতে আসার পর অসুস্থ অনুভব করে। সেই সময় জানতে পারি, ছেলেকে মারধর করা হয়েছে। দ্রুত তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। 
রথের হাটহাই স্কুলের ক্রীড়া শিক্ষক প্রসন্ন বর্মন বলেন, একজন নাবালক ফল পেড়ে খাবে বলে তাকে মারধর করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করি। এটা   অন্যায়। এদিকে অভিযুক্তদের বাবা বলেন, মারধরের কোনও ঘটনা ঘটেনি। তবে গাছ থেকে ওকে নামিয়ে দেওয়া হয়েছে। ময়নাগুড়ি থানার পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত হচ্ছে।
(অসুস্থ ছেলেকে নিয়ে থানায় বাবা। - নিজস্ব চিত্র। )
22h 22m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা