উত্তরবঙ্গ

ট্যাব কাণ্ডের মূল মাথা কম্পিউটার শিক্ষক রকি শেখ

সন্দীপন দত্ত, মালদহ: ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার ঘটনায় ধীরে ধীরে তদন্তের জাল গুটিয়ে আনছে পুলিস ও প্রশাসন। বেশকিছু পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার পর রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিস। জানা গিয়েছে, ধৃত কালিয়াচকের ভগবানপুর কেবিএস হাইস্কুলের কম্পিউটার শিক্ষক রকি শেখই ট্যাব-অনিয়মের আসল চাঁই! ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এমনটাই অনুমান গোয়েন্দাদের। পুলিস সূত্রে জানা গিয়েছে, রকির কাছেই কম্পিউটার জালিয়াতির শিক্ষা নিয়েছিলেন হাসান আলি, পিন্টু শেখ, শ্রবণ সরকার ও জামাল শেখরা। 
মাত্র সাড়ে তিন বছর আগে স্কুলে যোগ দেওয়া কম্পিউটার শিক্ষকের এমন কাণ্ডে হতবাক কালিয়াচকের ভগবানপুর কেবিএস হাইস্কুলের শিক্ষক, শিক্ষিকা থেকে পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তিন বছর আগে ২০২১ সালের ১ মার্চ রকি শেখ কালিয়াচকের ওই হাইস্কুলে কম্পিউটার শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। কম্পিউটার শিক্ষক রকির কাণ্ডে তাজ্জব স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমানও। তাঁর কথায়, বুধবার সকালে শুনলাম রকি শেখকে পোর্টালকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তিনি আমাদের স্কুলের কোনও পোর্টালের কাজ করতেন না। কম্পিউটার শিক্ষক হিসাবে স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাস নিতেন। স্কুলের অফিসিয়াল কাজ আমি এবং আরেকজন মিলে করতাম। স্কুলে যতটুকু দেখেছি তাঁকে তো ভালোই মনে হয়েছে আমাদের।  
পুলিস সূত্রে খবর, এই রকি ও তাঁকে ঘিরে গড়ে ওঠা চক্র অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য হ্যাক করে ট্যাব কেনার টাকা গায়েব করলেও নিজের স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও গোলমাল করেননি। প্রধান শিক্ষক জানান, আমাদের স্কুলের ১ হাজার ৫৪ জন পড়ুয়াই ট্যাবের টাকা পেয়ে গিয়েছে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, বৈষ্ণবনগর হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন রকি। এরপর সাউথ মালদহ কলেজ থেকে স্নাতক হন। মালদহ পলিটেকনিক কলেজ থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। বৈষ্ণবনগরের আশু মার্কেটে তাঁর একটি দোকান আছে। যেখানে কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি প্রিন্ট আউট, জেরক্সের সঙ্গে রাবার স্ট্যাম্পও তৈরি করা হতো। 
সোমবার দুপুরে পূর্ব বর্ধমান ও মালদহ জেলার পুলিস যৌথ অভিযান চালিয়ে হাসান আলিকে গ্রেপ্তারের পাশাপাশি রকি শেখকেও আটক করে। পরে তাঁকে ছেড়ে দেওয়া হলেও মঙ্গলবার রাতে ফের আটক করে পুলিস। বৈষ্ণবনগর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। গভীর রাতে রকি সহ ট্যাব কেলেঙ্কারিতে অভিযুক্ত পিন্টু শেখ, শ্রবণ সরকার ও জামাল শেখকে গ্রেপ্তার করে নিয়ে যায় পূর্ব বর্ধমান জেলা পুলিস। - রকি শেখ।
22h 22m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা