উত্তরবঙ্গ

কাল গাজোলে রাস উত্সব, মেলায় দুশোরও বেশি স্টল

সংবাদদাতা, পুরাতন মালদহ: আগামিকাল, শুক্রবার থেকে মালদহ জেলার গাজোলের ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হতে চলেছে। ১৬ দিন ব্যাপী এই উত্সব চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। গত ৫ নভেম্বর গাজোলের রাস উৎসবের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। রাস উৎসব কমিটির পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি সেরে ফেলা হয়েছে।  ৫১২ নম্বর জাতীয় সড়কের এক কিমিরও বেশি অংশ আলোকসজ্জায় মুড়ে ফেলা হয়েছে। উৎসবে বাংলার বিশিষ্ট শিল্পীরা আমন্ত্রিত।
এছাড়াও ২৭ তম বর্ষে ভ্রাম্যমাণ ট্যাবলো প্রতিযোগিতা নজর কাড়তে চলেছে। এবার উৎসব কমিটির পক্ষ থেকে টোটোতে ট্যাবলো সাজানোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে। তার বদলে ট্রাক্টর বা ছোট গাড়ি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। উৎসব কমিটি জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর দুপুরে গাজোল হাইস্কুলে রাস উৎসব উদ্বোধন হবে। তারপর ১৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পদাবলী, ভাওয়াইয়া, দোহার, বৃন্দাবনের শিল্পীদের নৃত্যের অনুষ্ঠান থাকবে।
২৯ নভেম্বর বিকেল থেকে ‘জীবন্ত ট্যাবলো’ প্রতিযোগিতা হবে। ওই ভ্রাম্যমাণ ট্যাবলো কদুবাড়ি, বিদ্রোহী, বামনগোলা মোড় ঘুরে গাজোল বাসস্ট্যান্ড হয়ে তুলসিডাঙা মোড়ে শেষ হবে। ৩০ নভেম্বর শেষদিনে সকালে ধুলোট এবং রাধাগোবিন্দের মহাপ্রসাদ ঢালাও বিতরণ করা হবে।
গাজোল রাস উৎসব কমিটির সম্পাদক বিধানচন্দ্র রায় বলেন, আমাদের গাজোলের রাস উৎসব ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। মুখ্যমন্ত্রীও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মেলায় প্রচুর ভিড় হয়। এবার ১৬ দিন ধরে নানা অনুষ্ঠান হবে। ট্যাবলো প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার দেওয়া হবে। উৎসবকে ঘিরে মেলা বসে। কমিটির সদস্য অসিত প্রসাদ বলেন, মাঠজুড়ে দুশোরও বেশি স্টল বসে। গৌড়বঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসে মানুষ স্টল দেন।
(গাজোলে রাসচক্র তৈরির কাজ চলছে।-নিজস্ব চিত্র)
22h 22m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা