উত্তরবঙ্গ

দিদির প্রার্থীকে জেতাতে বুথে শাশুড়ি-বউমা

সংবাদদাতা, মাথাভাঙা: ভাঙা পায়ে হাঁটতে পারেন না। একইসঙ্গে শ্বাসকষ্ট, দুই চোখেই সমস্যা। প্রায়ই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারপরও বুধবার লাঠিতে ভর করে ভোট দিতে বুথে আসেন লক্ষ্মী বর্মন। বয়স ৫৯। নিজের পুত্রবধূর হাত ধরে নগর সিতাই নেতাজি বিদ্যাপীঠ স্কুলের বুথে ভোট দিলেন তিনি। কাঁপা কাঁপা গলায় বলছিলেন, ভোটটা দিতে এলাম যাতে দিদির (মুখ্যমন্ত্রী) প্রার্থী জিততে পারেন। দিদির দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় ওষুধ কিনে খাচ্ছি। ওই ওষুধই বাঁচিয়ে রেখেছে। গরিব মানুষ আমরা। একমাত্র ছেলের সংসারেও নুন আনতে পান্তা ফুরায়। দিদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিচ্ছে বলেই ওষুধ কিনতে পেরেছি। দুটো চোখেই ছানি পড়েছিল, স্বাস্থ্যসাথী কার্ডের সহায়তায় চোখের অপরেশন করিয়েছি। এখন আবার চোখ দিয়ে জল পড়ে। আবারও ডাক্তার দেখাব। স্বাস্থ্যসাথী আছে বলেই ভরসা পাচ্ছি। না হলে তো চিকিৎসাই করাতে পারতাম না। 
পাশে সেই সময়ে দাঁড়িয়ে শাশুড়ির কথা শুনছিলেন পুত্রবধূ সবিতা বর্মন। সবিতা বলেন, আমিও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাই। এতকিছু পাচ্ছি ভোটটা তো দিদির দলকেই দিতে হবে। বুথের কিছুটা দূরেই তৃণমূল কর্মীরা ভোটার সহায়তা কেন্দ্র করেছে। তাঁরাও কয়েকজন শাশুড়ি-বউমার কথা শুনছিলেন। কিছুটা তৃপ্তির হাসি তৃণমূল কর্মীদের মুখেও। 
এদিন সকাল থেকে সিতাইয়ের কোনও বুথেই ঝামেলা হয়নি, নির্বিঘ্নে ভোট হয়েছে। কেন্দ্রীয় বাহিনী সহ পুলিস কর্মীরাও ভোটাদের সহায়তা করছেন। বয়স্ক ও অসুস্থ ভোটারদের বুথ পর্যন্ত যাওয়ার জন্য মাঠে ঢুকতে দেওয়া হয়েছে টোটোও। তৃণমূল কর্মীরা ভোটারদের সহায়তা করতে ময়দানে থাকলেও কোথাও দেখা মেলেনি বাম-বিজেপি নেতা-কর্মীদের। এদিন ভোট দিতে আসা মানুষের দাবি ছিল, তৃণমূল সরকার এতকিছু দিচ্ছে তাঁদের। তাই তাঁরাও ভোটে তার প্রতিদান দিয়েছে।
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা