উত্তরবঙ্গ

অর্থের অভাবে বন্ধ হতে বসেছিল পড়াশোনা, শিশুদিবসে অভাবী কিশোরীদের দায়িত্ব নিল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এক বছর আগে দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন বাবা। সহায় সম্বলহীন হয়ে দিনমজুরি খেটে কোনওক্রমে সংসার চালাচ্ছেন মা। এমন সংসারে পড়াশোনা করার অর্থ আসবে কীভাবে? অগ্যতা, অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হতে বসেছিল দুই কিশোরীর। তবে আজ, বৃহস্পতিবার শিশুদিবসের দিন জলপাইগুড়ি শহর লাগোয়া, মুন্ডাপাড়া বস্তির ওই দুই ছাত্রীর পড়াশোনার যাবতীয় ভার নিল প্রশাসন।
আজ সকালে আধিকারিকদের নিয়ে ওই বাড়িতে পৌঁছে যান জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। পরিবারের সঙ্গে কথা বলেন। পাশাপাশি ওই দুই কিশোরীকে হাতে তুলে দেওয়া হয় উপহারও। এরপরেই তিনি জানিয়ে দেন ওই দুই ছাত্রীর পড়াশোনার যাবতীয় ভার নিচ্ছে প্রশাসন।
বিডিও জানিয়েছেন, আপাতত ওই দুই পড়ুয়ার পড়াশোনা চালানোর জন্য যা খরচ তা প্রশাসনের তরফে বহন করা হচ্ছে। এরপর মিশন বাৎসল্য প্রকল্পে তাঁরা যাতে প্রতিমাসে চার হাজার টাকা করে ভাতা পায় সেই ব্যবস্থা করা হচ্ছে। তাঁদের মা বিধবা ভাতা পান না। তিনি যাতে ওই ভাতা পান প্রশাসনিকভাবে তার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তবে ওই দু’জন পড়ুয়া ছাড়াও আজ জলপাইগুড়ি সদর ব্লকে এরকম আরও ৮জন  পড়ুয়ার পড়াশোনার দায়িত্ব নিয়েছে প্রশাসন।
21h 21m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা