উত্তরবঙ্গ

স্পিডবোটে মহানন্দার ছটঘাটগুলি পরিদর্শন করলেন জেলাশাসক

সংবাদদাতা, পুরাতন মালদহ: মহানন্দা নদীর বিভিন্ন ঘাটে স্পিডবোটের মাধ্যমে ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। জেলাশাসকের সঙ্গে ছিলেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যরা। ছটপুজোর আগের দিন তাঁরা দুই শহর এবং গ্রামের গুরুত্বপূর্ণ ঘাট পরিদর্শন করেন। বিকেলে অতিরিক্ত পুলিস সুপার (সদর) সম্ভব জৈন, ডিএসপি (ডিসিপ্লিন অ্যান্ড ট্রেনিং) রবীন থাপা, মালদহ থানার আইসি মৌমন চক্রবর্তী, মঙ্গলবাড়ি ফাঁড়ির ইনচার্জ সুবীর সরকার সহ অন্য আধিকারিকরাও মালদহ থানার স্কুলপাড়া, সদরঘাট, মুচিয়া ঘাট পরিদর্শন করেন। জেলাশাসক বলেন, জেলাতে ১৯০টিরও বেশি ঘাট রয়েছে। এদিন গ্রাম এবং শহর এলাকা পরিদর্শন করা হয়েছে। ছটঘাটে চেঞ্জ রুম, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন ব্যবস্থা থাকবে। মহানন্দা নদীর একদিকে ইংলিশবাজার শহর। অন্যদিকে পুরাতন মালদহ শহর। পাশাপাশি সাহাপুর সহ একাধিক গ্রামও রয়েছে নদীর পাড়ে। ছটপুজোয় মহানন্দার ঘাটগুলিতে হাজারে হাজারে মানুষ ভিড় করেন।  ছটব্রতীরা নদীর জলে নেমে পুজো করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পুণ্যার্থীদের সুষ্ঠু পরিষেবা দিতে তত্পর প্রশাসন। পুরাতন মালদহ পুরসভার চেয়্যারম্যান কার্তিক ঘোষ বলেন, ছটব্রতী ও পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, জেলাশাসক বিষয়টি দেখতে বলেছেন। শহরের ঘাট সংস্কার হয়েছে। আলোকসজ্জা, সহায়তা কেন্দ্র থেকে বিভিন্ন সুবিধা দেওয়া হবে। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা