উত্তরবঙ্গ

দুর্গাপুজোর ধাঁচে সাতদিনব্যাপী জগদ্ধাত্রী পুজো রবীন্দ্রপল্লিতে

সংবাদদাতা, পুরাতন মালদহ: দুর্গাপুজো শেষ। তবুও শারদীয়া উৎসবের আমেজ ফিরে আসছে পুরাতন মালদহের জগদ্ধাত্রী পুজোতে। শহরের ২০ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লির লায়ন সোসাইটির উদ্যোগে আজ, বৃহস্পতিবার থেকে সাতদিনব্যাপী জগদ্ধাত্রী পুজো শুরু হতে চলেছে। ১৩ নভেম্বর হবে মায়ের বিসর্জন। তার আগে পাঁচদিন ধরে চলবে মায়ের আরাধনা। বাকি দু’দিন অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার সকালে পুজো উদ্যোক্তারা দল বেঁধে সাদুল্লাপুর ঘাটে গিয়ে কলসি ও ঘটে গঙ্গাজল নিয়ে আসেন। ওই জল দিয়ে পুজোর যাবতীয় কাজ হবে। ১৯ তম বর্ষে রবীন্দ্রপল্লির লায়ন সোসাইটির এবারের থিম ‘মায়ের বিসর্জন’। কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ হচ্ছে। পুজোমণ্ডপ বাঁশের কুলো দিয়ে হবে। মণ্ডপে ছবির মাধ্যমে মহিলাদের সিঁদুর খেলা দেখানো হবে। মণ্ডপের পাশাপাশি আলোকসজ্জায় নজর দিয়েছেন পুজো উদ্যোক্তারা। বাজেট দেড় লক্ষ টাকা। সালটা ২০০৫। সেবছর দুর্গার বিসর্জনের পর পুরাতন মালদহ শহরের  কয়েকজন হঠাৎ আলোচনা করে একদিনের মধ্যেই জগদ্ধাত্রী পুজোর আয়োজন করে তাক লাগিয়ে দেন। পুজোতে কোনও চাঁদা তোলা হয় না। ক্লাবের সদস্যদের অর্থ দিয়েই পুজোর যাবতীয় আয়োজন করা হয়। এবারও একই নিয়ম বজায় থাকছে। লায়ন সোসাইটির সদস্য রানা দাস বলেন, অন্য জায়গায় জগদ্ধাত্রী মায়ের পুজো শুধু নবমীতে হয়। কিন্তু আমাদের এখানে দুর্গাপুজোর মতো পাঁচদিন ধরেই পুজো হয়। 
মণ্ডপে থিমের কাজ চলছে।-নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা