বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁসের হুমকি, তরুণীকে ব্ল্যাকমেলের অভিযোগ

সংবাদদাতা, তারকেশ্বর: ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে এক তরুণীর কাছ থেকে দেড় লক্ষ টাকার গয়না ও ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছিল সিঙ্গুরের খাসেরচক এলাকার বাসিন্দা সুদীপ্ত মাইতি। এরপরও মাঝেমধ্যে টাকা চেয়ে ব্ল্যাকমেল করত ওই যুবক। অবশেষে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারকেশ্বর থানার পুলিস অভিযুক্ত সুদীপ্তকে গ্রেপ্তার করেছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়াতেই এই দুই যুগলের আলাপ। সুদীপ্ত দুবাইয়ে সোনা-রুপোর কারিগরের কাজ করে। মাঝেমধ্যে দেশে আসে। মাসখানেক আগে তারকেশ্বরে ওই তরুণীর সঙ্গে দেখা করে ওই যুবক। সেই সময় বেশ কিছু ঘনিষ্ঠ ছবি তোলা হয়। এই ছবিকে হাতিয়ার করেই ব্ল্যাকমেলের চেষ্টা করে সুদীপ্ত। সোশ্যাল মিডিয়ায় ওই ছবি পোস্ট করার হুমকি দিয়ে প্রতারণা চালিয়ে যায় অভিযুক্ত। টাকা ও গয়না হাতানোর পর ফের টাকা চাইলে গত বৃহস্পতিবার পিয়াসাড়া এলাকায় যুবককে ডাকেন ওই তরুণী। সেখানে দু’জনের মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়। চিৎকার চেঁচামেচি শুনে পুলিস এলে তরুণী গোটা ঘটনা খুলে বলেন। এরপর যুবতীর অভিযোগের ভিত্তিতে তারকেশ্বর থানার পুলিস গ্রেপ্তার করে সুদীপ্তকে। ধৃতের অভিযোগ, আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। দুবাইয়ে কাজ করার সময় আমার থেকে দু’লক্ষ টাকা নিয়েছিল প্রেমিকা। বাবার শরীর খারাপ, তাই ওই টাকা ফেরত চেয়েছিলাম। বিয়ে করতেই আমি দুবাই থেকে এদেশে এসেছি। প্রেমিকা টাকা ফেরত না দিয়ে উল্টে আমার নামে মিথ্যা অভিযোগ করে ফাঁসানোর চেষ্টা করছে।
2h 2m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা