বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

টালিগঞ্জের ফ্ল্যাটে ব্যবসায়ী পরিবারের মা-মেয়েকে নৃশংস খুন, ২৩ বছরেও খোঁজ মেলেনি দুই পরিচিতের

শুভ্র চট্টোপাধ্যায় ও স্বার্ণিক দাস, কলকাতা: খেলতে গিয়েছিল মুদিত। ১২ বছরের কিশোর। ফিরে এসে অনেকক্ষণ হল ফ্ল্যাটের কলিং বেল বাজাচ্ছে। মা-দিদি ভিতরে, অথচ দরজা খোলার নামগন্ধ নেই! কিছু বুঝে উঠতে না পেরে পাশের ফ্ল্যাটের প্রজ্ঞা আন্টির ফোন থেকে সোজা বাবাকে ফোন। তড়িঘড়ি দোকান ছেড়ে বাড়ি ফেরেন গৃহকর্তা উত্তম সামসুখা। অবস্থাপন্ন ব্যবসায়ী। বালিগঞ্জে জামাকাপড়ের বুটিক। টালিগঞ্জ রোডের অভিজাত আবাসনে চারতলায় তিন হাজার স্কোয়ার ফুটের ফ্ল্যাট। কিন্তু ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতেই ধপাস করে বসে পড়লেন তিনি। ঝকঝকে সাদা মার্বেলের মেঝে তখন লাল। রক্তে ভেসে যাচ্ছে গোটা ফ্ল্যাট। ঘরের ভিতরে স্ত্রী সুশীলা ও মেয়ে প্রগতির গলা কাটা দেহ পড়ে রয়েছে উপুড় হয়ে। ২০০২ সালের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল কলকাতাজুড়ে। কিন্তু আততায়ী চিহ্নিত হলেও স্রেফ কর্পূরের মতো উবে গিয়েছিল তারা। হদিশ মেলেনি এখনও।
ঘটনা ২০০২ সালের ২২ জুনের। ওই দৃশ্য দেখে টালিগঞ্জ থানায় খবর দেন উত্তমবাবুই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় থানা, লালবাজারের হোমিসাইড শাখা, পুলিস-কুকুর। খুনের মামলা রুজু করে শুরু হয় জোড়া-হত্যাকাণ্ডের তদন্ত। ঘটনাস্থল থেকে মৃতের রক্ত, ফিঙ্গারপ্রিন্টের নমুনা সংগ্রহ করা হয়। পাঠানো হয় ফরেন্সিক পরীক্ষায়। এরপর শুরু হয় জেরা পর্ব। সবার প্রথমে বাড়ির সবচেয়ে ছোট সদস্য মুদিত। সে পুলিসকে জানায়, ‘ঘুমোচ্ছিলাম। দুপুর ১২টার পড়ে ফ্ল্যাটের বেল বেজে ওঠে। হাল্কা হাল্কা কথা শুনতে পাচ্ছিলাম। বুঝতে পারি বাড়িতে কেউ এসেছেন। প্রায় ঘণ্টাখানেক পর ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে যাই। দেখি, বাবার দুই বন্ধু। নাম অরুণ বারমুচা ও চন্দন বারমুচা। দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে আরও ৪৫ মিনিট পর খেলতে বেরিয়ে যাই। ফিরি প্রায় প্রায় দু’ঘণ্টা পর। তারপর থেকেই ফ্ল্যাটের দরজা বন্ধ। মা, দিদি কেউই দরজা খোলেনি।’
হত্যাকাণ্ডের প্রথম মিসিং লিঙ্ক পান লালবাজারের গোয়েন্দারা। কে এই দুই পরিচিত ব্যক্তি? তাঁরাই কি আততায়ী? দুই সন্দেহভাজনের ঠিকুজিকুষ্টি জোগাড় করে পুলিস। অরুণ রাজস্থানের জয়পুরের বাসিন্দা। আর চন্দন থাকে উত্তরপ্রদেশের তান্দ্যতে। সম্পর্কে জেঠতুতো ভাই। মোবাইল লোকেশনের সূত্র ধরে দু’জনেরই বাড়িতে পৌঁছয় লালবাজারের দু’টি টিম। দুই বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলে পুলিস জানতে পারে, ঘটনার দু’দিন আগে থেকে দু’জনই বেপাত্তা। বাড়ি ফেরেনি কেউই। পরিবারের সঙ্গেও কোনও যোগাযোগ নেই। দু’জনের বাড়ি থেকেই ছবি ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেন তদন্তকারীরা। ফরেন্সিক বিশেষজ্ঞরা জানায়, ঘটনাস্থল থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের নমুনার সঙ্গে দুই অভিযুক্তের ফিঙ্গারপ্রিন্ট মিলে গিয়েছে। অর্থাৎ, আততায়ী তারাই। 
কিন্তু, খুনের মোটিভ কী? টাকা-পয়সা নাকি ব্যক্তিগত আক্রোশ? আততায়ীরাই বা কোথায়? ২৩ বছর পরও দুই ভাইয়ের টিকি অধরা।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা