বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

২৫ টন সংরক্ষণের ক্ষমতাসম্পন্ন  পেঁয়াজ গোলা তৈরি করছে রাজ্য

সংবাদদাতা, উলুবেড়িয়া: পেয়াঁজের দামের ঝাঁঝে মাঝেমধ্যেই চোখে জল আসে মানুষের। অথচ পেঁয়াজের মতো জরুরি একটি পণ্য হেঁসেলে না থাকলে চলে না। এই অবস্থায় রাজ্যবাসীকে সুলভ মূল্যে পেঁয়াজ কেনার সুযোগ করে দিতে ২৫ টন সংরক্ষণের ক্ষমতাসম্পন্ন পেঁয়াজ গোলা তৈরি করছে রাজ্য সরকার। শুক্রবার উলুবেড়িয়া পুরসভা প্রাঙ্গণে রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তরের পরিচালনায় এবং পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের অধীনে সুফল বাংলার স্থায়ী বিপণির উদ্বোধন করতে এসে এই কথা জানান দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না।  তিনি বলেন, হাওড়া, হুগলি, নদীয়া সহ সাতটি জায়গায় পেঁয়াজ গোলা তৈরী হবে। সেই সঙ্গে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির জন্যও রাজ্য সরকার সচেষ্ট বলে জানান তিনি। মন্ত্রী বলেন, ‘রাজ্যে এই মুহূর্তে ৬৪৬টি সুফল বাংলা বিপণি কেন্দ্র চালু আছে। এর মধ্যে স্থায়ী ৮১টি এবং অস্থায়ী ৪৫৮টি। উলুবেড়িয়ায় বিপণি উদ্বোধন হওয়ার পর স্থায়ী কেন্দ্রের সংখ্যা দাঁড়াল ৮২-তে। কয়েকদিন আগে বাজারে আলুর দাম যখন অনেকটা বেড়ে গিয়েছিল, তখন হাওড়া, হুগলি, কলকাতা সহ সংলগ্ন অঞ্চলে ১০৬টি অতিরিক্ত অস্থায়ী বিপণি খোলা হয়েছিল। কিছু ভ্রাম্যমান বিপণিও চালু আছে। আরও ৫০টি গাড়ি কেনা হচ্ছে।’ তিনি আরও জানান, রাজ্যে ২০টি ফল-সব্জি কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, যেখানে টমেটো পিউরি তৈরি করা হবে। মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষও প্রতিদিন জিনিসপত্রের দাম জানতে পারবেন। মন্ত্রী পুলক রায় বলেন, ‘উলুবেড়িয়াবাসীর আজ খুশির দিন। এখানকার কৃষকদের পাশাপাশি পোলট্রি ফার্মের মালিকরা রেজিস্ট্রেশন করে রাখলে তাঁদের থেকেও জিনিসপত্র কেনা হবে। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে এই দোকান।’ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি বিপণন দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা, জেলাশাসক পি দীপাপপ্রিয়া, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক বিদেশ বসু প্রমুখ।
2h 2m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা