বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

বুধবার বিকেল ৪টায় পেশ হবে রাজ্য বাজেট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১২ ফেব্রুয়ারি, বুধবার বিকেল ৪টায় বিধানসভায় এবারের বাজেট পেশ করা হবে। ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে এটাই রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে অনেক ক্ষেত্রেই চমক থাকবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভাষণ দিয়ে বাজেট অধিবেশনের সূচনা হবে। গত বছর রাজ্যপালের ভাষণ ছাড়াই বাজেট অধিবেশন শুরু হয়েছিল। এবার রাজ্যপাল তাঁর ভাষণে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কোন কোন বিষয়গুলি তুলে ধরেন, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকপ্রস্তাব পাঠ হবে। ১৩ ও ১৭ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের উপর আলোচনা হবে বিধানসভার অধিবেশনে। ১৮ ও ১৯ তারিখ রাজ্য বাজেট নিয়ে আলোচনা হবে। এই পর্যায়ে বিধানসভার অধিবেশন ২০-২১ তারিখ পর্যন্ত চলার কথা। পরবর্তী পর্যায়ে বিধানসভার দপ্তরওয়াড়ি বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে ১০ মার্চ। 
শুক্রবার বিধানসভায় সর্বদল ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয়। সেখানেই বিধানসভার অধিবেশন সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি হাজির থাকলেও বিজেপির কোনও বিধায়ক আসননি। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি পরিষদীয় দলকে বারবার ডাকা হলেও তারা বৈঠকে হাজির হয় না। এটা সৌজন্যমূলক আচরণ নয়।’এদিকে, একদিন অধিবেশন মধ্যরাত পর্যন্ত করার ব্যাপারে বিধানসভার অভ্যন্তরে নেতা-মন্ত্রীদের আলোচনা হয়েছে। সংসদের অধিবেশন রাত পর্যন্ত গড়িয়েছে, এমন একাধিক নজির আছে। বিধানসভার অধিবেশন সন্ধ্যা ৭টা পর্যন্ত চলার উদাহরণ রয়েছে। তবে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। 
2h 2m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা