বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

১৯ জন চিকিৎসককে তদন্ত কমিটির সামনে হাজিরার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স নিচ্ছেন, অথচ দিব্যি প্রাইভেট প্র্যাকটিস করছেন, এমন সরকারি চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। তাঁরা চাকরির শর্ত লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। চাকরির পাশাপাশি চিকিৎসকদের এই অংশ বিভিন্ন নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালে কাজ করেন। ফলে সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না পেয়ে সমস্যায় পড়েন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা। চিকিৎসকদের এই স্বেচ্ছাচারিতা বন্ধ করতে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্যের মোট ১৯ জন চিকিৎসককে তদন্ত কমিটির সামনে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন। প্রথম ধাপে দুই মেদিনীপুরের নন প্র্যাকটিসিং পদে কর্মরত চিকিৎসকদের তালিকা তৈরি করা হয়েছে। সূত্রের খবর, আগামী দিনে ধাপে ধাপে রাজ্যের বাকি জেলাতেও এমন তালিকা তৈরি করা হবে। ফলে কোপ নামতে পারে তাঁদের উপরও। স্বাস্থ্যভবন আগামী ১২ এবং ২০ ফেব্রুয়ারি ওই চিকিৎসকদের তদন্ত কমিটির সামনে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে। তদন্ত কমিটির সামনে হাজিরার সময় তাঁদের পে স্লিপ, প্রাইভেট প্র্যাকটিসের স্বপক্ষে নো অবজেকশন সার্টিফিকেট আনতে বলা হয়েছে। স্বাস্থ্যভবনের এক সূত্র জানাচ্ছে, এই চিকিৎসকদের সবাই নন প্র্যাকটিসিং পদে যোগ দিয়েছিলেন। এই পদে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস করার কথা নয়। এরজন্য রাজ্য সরকার তাঁদের বাড়তি ভাতা দিয়ে থাকে। কিন্তু চাকরির শর্ত অমান্য করে এই চিকিৎসকরা নার্সিংহোমে প্রাইভেট প্র্যাকটিস করছেন। তাই তাঁদের তলব করা হয়েছে।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা