রাজ্য

অসুস্থ ওসি-কে ভর্তি নিতে অস্বীকার একাধিক বেসরকারি হাসপাতালের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে এবার নয়া বিতর্ক! অসুস্থ টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে ভর্তি নিতে অস্বীকার করল শহরের ৫টি নামী বেসরকারি হাসপাতাল। কলকাতা পুলিসের পক্ষ থেকে এই চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। লালবাজারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, ‘আর জি কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসক সমাজ কার্যত একজোট হয়ে  টালা থানার ওসিকে ভর্তি করছে না।’ ফলে বুধবার বিকেলে অসুস্থ ওসিকে নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে কলকাতা পুলিসের অফিসারদের। শেষপর্যন্ত শহরের একটি সরকারি হাসপাতালে ঠাঁই হয় অসুস্থ ওসি-র। 
কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, বুধবার বিকেলে প্যানিক অ্যাটাকে  জ্ঞান হারিয়ে থানার মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। বুকে ব্যথা থাকায় অসুস্থ ওসিকে নিয়ে কলকাতা পুলিসের অফিসাররা সিএমআরআই, কোঠারির মতো একাধিক নামী বেসরকারি হাসপাতালে ছুটে যান। কিন্তু কোনও হাসপাতালই তাঁকে ভর্তি নিতে চায়নি বলে পুলিসের অভিযোগ। 
এর মধ্যে কোঠারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, তারা ভর্তি করার পর বেড নম্বর,  ভিজিটার পাস ইস্যু করার পর রহস্যজনক কারণে ভর্তি বাতিল করে দেয়। এই প্রসঙ্গে কোঠারি হাসপাতালের শীর্ষ কর্ত্রী নিবেদিতা রায় বলেন, ‘ওঁকে ভর্তি করা হয়েছিল। কিন্তু পরে আমরা দেখি, উনি হৃদরোগ সংক্রান্ত জটিলতার কথা বলছেন। আমাদের হাসপাতালে বিশেষজ্ঞ দিয়ে হৃদরোগের চিকিৎসার ব্যবস্থা নেই। তাই আমরা রোগীকে ছেড়ে দিয়েছি।’  
পাশাপাশি, সিএমআরআই হাসপাতালের পক্ষে এক মুখপাত্র জানিয়েছেন,  আমাদের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর দেখেছেন, ‘ওই পুলিস অফিসারের সমস্ত রিপোর্টই স্বাভাবিক। তাই আমরা তাঁকে ভর্তি না করার সিদ্ধান্ত নিই। ’  
এদিকে, লালবাজারের হাতে এসেছে আন্দোলনরত চিকিৎসকদের হোয়াটস অ্যাপ গ্রুপের চ্যাট (যদিও সেই চ্যাটের সতত্যা যাচাই করা যায়নি)। তাতে টালা থানার ওসি অসুস্থ হওয়া এবং হাসপাতাল থেকে প্রত্যাখান ইস্যুতে উল্লাস ঝরে পড়েছে! এরাজ্যের একাধিক আইপিএস অফিসার পেশায় এমবিবিএস ডাক্তার। আর জি কর কাণ্ডের জেরে পুলিসকে সবক শেখাতে একজন পুলিস অফিসারকে ভর্তি না করে চিকিৎসক সমাজের একাংশ যে মনোভাবের পরিচয় দিলেন তাতে তাঁরাও স্তম্ভিত! তাঁদের প্রশ্ন, ‘কোথায়  গেল হিপোক্রাটিক শপথ?’
6d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা