রাজ্য

দিল্লিতে 'অতিথি সরকার'-এর পতন হবেই: অখিলেশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কথায় আছে উত্তরপ্রদেশ যাঁর, দিল্লি তাঁর। আর ২০২৪-এর নির্বাচনে সেই উত্তরপ্রদেশেই মুখ থুবড়ে পড়েছে বিজেপি। হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের শাসনকালে উত্তরপ্রদেশেই খারাপ ফল করেছে গেরুয়া শিবির। জোর ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। কাজে আসেনি ধর্ম ও হিন্দুত্বের রাজনীতির তাসও। উত্তরপ্রদেশে গেরুয়া শিবিরকে কার্যত পর্যুদস্ত করেছে কংগ্রেস ও সপা জোট। বেকারত্ব, দলিত ও সংখ্যালঘুদের উপর অত্যাচার, সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস, মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে লোকসভা ভোটে বিজেপিকে কোণঠাসা করেছিলেন সপা প্রধান অখিলেশ যাদব। যার ফলে একেবারে হাতেনাতে পেয়েছেন তিনি। বাংলায় তৃণমূল নেত্রীর মতোই উত্তরপ্রদেশে মোদি-শাহের অশ্বমেধের ঘোড়া রুখে দিয়েছেন অখিলেশ। তাই চলতি বছরের শহিদ সমাবেশে ইন্ডিয়া জোটের এই গুরুত্বপূর্ণ শরিককে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণও জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই ধর্মতলার জনসভায় যোগও দিয়েছেন অখিলেশ। শুধুই সভায় যোগ দেওয়াই নয়, একুশের মঞ্চে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে তোপও দেগেছেন ‘টিপু’।
আজ, রবিবার অখিলেশ বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘বাংলা ও উত্তরপ্রদেশ বিজেপিকে হটিয়েছে। দিল্লির প্ররোচনায় লাগাতার সাম্প্রদায়িক ষড়যন্ত্র চলছে। সম্প্রীতি বাঁচিয়ে রাখতে আমাদের একজোট হতে হবে। আমরা নেতিবাচক রাজনীতি করি না, ইতিবাচক রাজনীতি করি। মানুষের জীবনে বদল আসবে শীঘ্রই। মানুষের জন্য আমাদের একজোট হতে হবে। বদল আনতে হবে। কর্মীদের বলতে চাই, আপনাদের নেতা অনেক বড় নেতা। তিনি লড়াই করে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই দলকে এখানে পৌঁছেছেন। আরও দূরে যেতে হবে। আমার বিশ্বাস, আপনারা পাশে থাকবেন। আগামী লড়াইয়ে আমরাও আপনাদের পাশে থাকব।’
এর পাশাপাশি কেন্দ্রের এনডিএ সরকারের ভবিষ্যৎ নিয়েও খোঁচা দিতে ছাড়েননি সমাজবাদী পার্টির সভাপতি। তিনি বলেছেন, ‘দিল্লিতে যাঁরা ক্ষমতায় রয়েছেন, তাঁরা লাভের জন্যই সব করেন। ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেন। বাংলায় বিজেপিকে আপনারা হারিয়ে দিয়েছেন। উত্তরপ্রদেশের মানুষও সেই একই কাজ করেছে। এঁরা আসলে দিল্লিতে কিছু দিনের অতিথি মাত্র। শীঘ্রই দিল্লিতে সরকারের পতন হবে। সেটি দেখব আমরা। আমাদের খুশির দিন আসবে।’ একই সঙ্গে এদিন শহিদদের স্মরণ করে শ্রদ্ধাও জানান অখিলেশ। তৃণমূলের কর্মীদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ‘দিদি যে ভাবে খুশি হয়ে কর্মীদের সঙ্গে দেখা করছেন, এই যে নেতা এবং কর্মীদের সম্পর্ক, এটাই দলকে মজবুত করে। যে কর্মীরা শহিদ হয়েছেন, তাঁদের স্মরণ করছি আজ। সব দলে এই রকম কর্মী থাকে না, যাঁরা প্রাণ দিতেও প্রস্তুত। দিদির কাছে এরকম কর্মী রয়েছেন। কর্মীরাই দলের ভিত্তি। যে যত বড়ই নেতাই হোন, তিনি আসলে কর্মীই থাকেন। কর্মীরা ছোট নন, তাঁরাই আসলে বড়।’
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মোন্নতি ও বিভাগীয় ক্ষেত্রে প্রশংসা লাভ। ব্যয় যোগ আছে। আত্মীয় সম্পর্কে বাধার যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা