বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

তোলা চেয়ে প্রোমোটারকে খুনের চেষ্টা, তৃণমূল কাউন্সিলার সহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ৫০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ ছিল। টাকা না দেওয়ায় বাগুইআটিতে এক প্রোমোটারকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। ঘটনায় অভিযুক্ত বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলার সমরেশ চক্রবর্তী সহ ৮ জনের বিরুদ্ধে বারাসত আদালতে চার্জশিট জমা দিল পুলিস। তোলাবাজি, খুনের চেষ্টা সহ ৭টি ধারায় তাঁদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। কিছুদিন আগেই অভিযুক্ত কাউন্সিলার এবং বারাসত আদালতে আত্মসর্মপণ করে জামিন পেয়েছেন। ওইদিন আরও চারজন আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন তিনজন। তাঁরাও অবশ্য বর্তমানে জামিনে রয়েছেন।
প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছিল গত ১৫ ডিসেম্বর। বাগুইআটি থানার অন্তর্গত রঘুনাথপুরে একটি বহুতল নির্মাণ করছেন প্রোমোটার কিশোর হালদার। তাঁর অভিযোগ, স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলার সমরেশ চক্রবর্তী তাঁর কাছে ৫০ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন। তিনি ৩ লক্ষ টাকা দিয়েও ছিলেন। বাকি টাকা না দেওয়ার কারণেই ওইদিন কাউন্সিলারের লোকজন নির্মাণস্থলে গিয়ে তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেন। প্রোমোটারের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার পরই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই তিনজন গত ১৪ ফেব্রুয়ারি আদালত থেকে জামিন পেয়েছেন। পুলিস জানিয়েছে, ঘটনার পর থেকে পলাতক ছিলেন কাউন্সিলার। তাঁর বাড়িতে বাগুইআটি থানার পুলিস নোটিসও লাগিয়েছিল। এ রাজ্যের ডুয়ার্স, দীঘা, রামপুরহাট সহ ভিন রাজ্যের ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশার একাধিক জায়গায় তল্লাশি করেছিল পুলিস। গত ১৫ ফেব্রুয়ারি বারাসতে গিয়ে তিনি আত্মসমর্পণ করে জামিন পান। তবে, ঘটনার তদন্ত চলছিল। সাক্ষ্য ও প্রমাণ সংগ্রহও করা হয়েছে। এক পুলিস অফিসার বলেন, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলার সমরেশ চক্রবর্তী এবং আরও সাত জন মিলিয়ে মোট আটজনের বিরুদ্ধে গত ১৬ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট জমা পড়েছে। 
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারুর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসাপাতি হলেও অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৮ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৮৯.৪৬ টাকা৯২.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা