বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

আইনি গেরোয় থমকে ১২ জেএমবি জঙ্গির বিচার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইনি গেরোয় আটকে রয়েছে জেল হেফাজতে থাকা ১২ জন জেএমবি জঙ্গির বিচার প্রক্রিয়া। কলকাতার বিচারভবনে চলা ওই মামলার পরবর্তী শুনানি মার্চ মাসের তৃতীয় সপ্তাহে। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে কলকাতা পুলিসের এসটিএফের অফিসাররা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই ১২ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, বিস্ফোরক আইন সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় পুলিস আদালতে চার্জশিট পেশ করে। বিচার প্রক্রিয়া চলাকালীন অভিযুক্তদের মধ্যে কয়েকজন বলে, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। তাই সেই অভিযোগ বাতিল করা হোক। ফলে ফের নতুন করে এই মামলার চার্জ গঠনের শুনানির দিন ধার্য করে আদালত। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি গণেশ মাইতি সোমবার জানিয়েছেন, যে কোনও মামলায় চার্জ গঠনের শুনানির সময় সব অভিযুক্তকে কোর্টে হাজির থাকতে হয়। এই মামলার ক্ষেত্রে এক অভিযুক্তকে অন্য মামলায় অভিযুক্ত থাকার কারণে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। ফলে কলকাতার আদালতে তাকে হাজির করানো সম্ভব হচ্ছে না। তাই যতক্ষণ না পর্যন্ত ওই অভিযুক্তকে কোর্টে হাজির করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই শুনানি সম্ভব নয়। ফলে শুনানি পিছিয়ে যায়। ধৃতদের আইনজীবী ফজলে আহমেদ খান বলেন, ‘আমরাও চাই মামলার দ্রুত নিষ্পত্তি হোক। কিন্তু আইনি জটে আটকে গেলে কী আর করা যাবে!’
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারুর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসাপাতি হলেও অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৮ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৮৯.৪৬ টাকা৯২.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা