বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

চিকিৎসকের সঙ্গে ৩৮ লক্ষের সাইবার প্রতারণা, অর্ধেক টাকা ফেরাল পুলিস

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সাইবার প্রতারণা থেকে মানুষকে বাঁচাতে চলছে ধারাবাহিক প্রচার। কিন্তু তারপরেও কমছে না এই প্রতারণা। এবার চড়া সুদের প্রলোভনের ফাঁদে পড়ে ৩৮ লক্ষ ১৯ হাজার টাকা খোয়ালেন মধ্যমগ্রামের চিকিৎসক রাজকুমার ভট্টাচার্য। সুদ তো দূর অস্ত, আসল টাকাও পাননি। পরে, বারাসত সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে প্রায় দেড় মাসের মধ্যে খোয়া যাওয়া টাকার অর্ধেক উদ্ধার করেছে বারাসত সাইবার ক্রাইম থানা। সোমবার উদ্ধার হওয়া টাকার চেক প্রতারিত চিকিৎসকের হাতে তুলে দিয়েছেন বারাসত সাইবার ক্রাইম থানার তদন্তকারীরা।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই চিকিৎসক অনলাইনে একটি বিনিয়োগ সংস্থায় টাকা দেন। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১২ জানুয়ারি পর্যন্ত কয়েক দফায় বিনিয়োগকারী ভুয়ো সংস্থাটিতে মোট ৩৮ লক্ষ ১৯ হাজার টাকা দেন। চিকিৎসকের আশা ছিল, চড়া সুদ পাবেন। প্রথম দিকে বিনিয়োগের টাকার উপর সুদ বাড়ছে বলে তাঁকে জানানোও হয়। কিন্তু, ১২ জানুয়ারি থেকেই তিনি বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন। অনলাইন ওই সংস্থার সঙ্গে যোগাযোগই করতে পারছিলেন না তিনি। ২০ জানুয়ারি বারাসত সাইবার ক্রাইম থানায় এসে সংস্থাটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন তিনি। এনিয়ে বারাসত সাইবার ক্রাইম থানার পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। দেড় মাসের মধ্যেই খোয়া যাওয়া টাকার মধ্যে ১৭ লক্ষ ৫৫ হাজার ২৯ টাকা উদ্ধার করা হয়েছে। মামলায় ওই সাইবার প্রতারকদের গ্রেপ্তারের পাশাপাশি বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। - নিজস্ব চিত্র
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারুর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসাপাতি হলেও অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৮ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৮৯.৪৬ টাকা৯২.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা