বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

দীর্ঘদিন ধরে বেহাল নামখানার জেটিঘাট, সমস্যায় এলাকাবাসী

সংবাদদাতা, কাকদ্বীপ: দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে নামখানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীপুরের জেটিঘাট। ভাঙা এই জেটিঘাটে এখন আর কোনও নৌকা বা ভুটভুটি দাঁড়াতে পারে না। ফলে সমস্যায় এলাকার বাসিন্দারা।
প্রায় ১৩ বছর আগে এই জেটিঘাটটি তৈরি করা হয়েছিল। তখন এই ঘাটে বুড়াবুড়ির তট, রাক্ষসখালি সহ অন্যান্য জায়গার ফেরি সার্ভিসগুলি দাঁড়াতো। কিন্তু প্রায় ছয় বছর হল ঘাটটি ভেঙে গিয়েছে। এখন এই ঘাটে কোনও ফেরি সার্ভিস দাঁড়াতে পারে না। বর্তমান ঘাটের পাশে নদীর চড়ায় দাঁড়ায় সেগুলি। গ্রামবাসীদের অভিযোগ, এখন কাদা ঘেঁটে নৌকায় উঠতে, নামতে হয়। বিশেষ করে ভাটার সময় খুবই সমস্যা তৈরি হয়। বর্ষাকালে এই সমস্যা আরও বেড়ে যায়। বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনও সুরাহা হয়নি।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা অরবিন্দ জানা বলেন, ঘাটটি ভেঙে যাওয়ার ফলে খুবই সমস্যা তৈরি হয়েছে। কোনও রোগীকে এখন আর নৌকায় হাসপাতালে নিয়ে যাওয়া যায় না। আগে এই ঘাট থেকে নৌকা করে কৃষকরা নামখানা বাজারে সব্জি নিয়ে যেতেন। কিন্তু ঘাটটি ভেঙে যাওয়ার ফলে এখন আর তা সম্ভব হয় না। মাথায় সব্জির বস্তা নিয়ে হেঁটে গিয়ে টোটো ধরতে হয়। কিন্তু ঘাটটি ভালো থাকলে খুবই সুবিধা হতো। কারণ নৌকা করে ঈশ্বরীপুর থেকে নামখানায় যেতে মাত্র ২০ মিনিট সময় লাগে। আর রাস্তা করে নামখানা যেতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়।
নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, এই বিষয়ে এখনও কোনও অভিযোগ পাইনি। তবে সত্যিই যদি জেটিঘাটটির সমস্যা হয়ে থাকে, তাহলে যাত্রী পরিষেবার সুবিধার কথা ভেবে অবশ্যই মেরামত করতে হবে। - নিজস্ব চিত্র
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারুর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসাপাতি হলেও অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৮ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৮৯.৪৬ টাকা৯২.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা