বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

টিটাগড়ে স্কুল ভেঙে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে মহাত্মা গান্ধী রোডে ১৯৭২ সালে স্থাপিত হয়েছিল সেন্ট্রাল ইংলিশ মিডিয়াম স্কুল। এটি টিটাগড়ের প্রথম ইংরেজি মাধ্যম স্কুল ছিল বলে বাসিন্দারা জানান। ২০১৫ সাল পর্যন্ত ৩০০ বেশি ছাত্র-ছাত্রী নিয়ে স্কুলটি ঠিকঠাক চললেও স্কুলের প্রতিষ্ঠাতা সেধিলাল তিওয়ারি অসুস্থ হওয়ার পর থেকেই সমস্যা শুরু হয়। মালিকপক্ষ স্কুলটি তুলে দেওয়ার জন্য চাপ দিতে থাকে বলে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ। স্কুলটি তুলে দেওয়ার জন্য আদালতেও দরবার করা হয়েছে।
স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, মালিকপক্ষ সম্প্রতি স্কুলটি ভেঙে গুড়িয়ে দিয়েছে। বর্তমান পরিচালন সমিতির শিক্ষক শিক্ষিকারা অভিযোগ করেছেন, স্কুলটি চালাতে চায় না মালিকপক্ষ। 
অবশ্য স্কুল ভেঙে দেওয়ার এই অভিযোগ মানতে নারাজ জমির মালিক ভরত সাউয়ের ছেলে লালবাবু সাউ ও রাজ কুমার সাউ। তাঁরা বলেন, আমরা স্কুল ভাঙিনি, এমনিই পড়ে গিয়েছে। ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। আদালতের নির্দেশে ইনজেকশন জারি হয়েছে। অনেকদিন ধরেই স্কুলটি অস্তিত্বের সঙ্কটে ভুগছে। ছাত্র-ছাত্রী আসছে না।
স্কুলের প্রতিষ্ঠাতা সেধিলাল তিওয়ারির মৃত্যুর পর স্কুলটি পরিচালনা করেন পুষ্পা সিং। স্কুলের শিক্ষিকা পুষ্পা দেবী অভিযোগ করেন, মালিকপক্ষ চায় না স্কুলটি চলুক। তাই সেটিকে ভেঙে ফেলা হয়েছে। ছাত্র-ছাত্রীদের আসার ক্ষেত্রে খুব সমস্যা তৈরি করা হচ্ছে। শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করে দেখছে পুলিস। 
এই বিষয়ে টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ধরনের একটি অভিযোগের কথা শুনেছি। স্কুল ভাঙা একদম ঠিক হয়নি। - নিজস্ব চিত্র
4h 4m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারুর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসাপাতি হলেও অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৮ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৮৯.৪৬ টাকা৯২.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা