বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

তৃণমূল-বিজেপি কাউন্সিলারদের মধ্যে তুমুল বচসা, বাজেট অধিবেশনেও কুম্ভ নিয়ে বিতর্ক
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরপ্রদেশের এলাহাবাদ (অধুনা প্রয়াগরাজ), আর পশ্চিমবঙ্গের কলকাতা। গুগল ম্যাপ বলছে, দু’টি স্থানের দূরত্ব প্রায় ৮০০ কিলোমিটার। সোমবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে সেই দূরত্ব যেন মুছে গেল! কারণ, এদিনের বাজেট অধিবেশন সরগরম হয়ে উঠল সুদূর প্রয়াগরাজে অনুষ্ঠিত কুম্ভ মেলা নিয়ে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই বাজেট অধিবেশন। এদিন বাজেট প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন শাসক ও বিরোধী দলের কাউন্সিলাররা। সেখানেই কুম্ভ নিয়ে দু’পক্ষের কাউন্সিলাররা তুমুল বচসায় জড়িয়ে পড়েন।বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই কুম্ভ টেনে আনেন বিজেপি কাউন্সিলার মীনা দেবী পুরোহিত। তিনি বলেন, ‘আপনারা কলকাতাই পরিষ্কার রাখতে পারেন না। দেখে আসুন, কুম্ভ মেলার পরিকাঠামো। জল পরিষ্কার রাখছে। রাস্তা-ঘাট সব পরিচ্ছন্ন। এত লোকের সমাগম, তবু কোথাও কোনও জঞ্জাল নেই। জলে কিছু পড়লেই তুলে দেওয়া হচ্ছে। আমরা ছটপুজোয় গঙ্গার ঘাটে যাই। কোনও আয়োজন থাকে না। আবর্জনা ভর্তি হয়ে থাকে।’ তাঁর এই বক্তব্য শুনে রে রে করে ওঠেন তৃণমূল কাউন্সিলাররা। দু’তরফেই শুরু হয়ে যায় কটাক্ষ ও টিপ্পনি। 
সম্প্রতি কুম্ভে  জলের গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। তবে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীনস্ত ওই পর্ষদের রিপোর্ট মানতে চাননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন সেই প্রসঙ্গ টেনে তৃণমূলের কাউন্সিলার চৈতালী চট্টোপাধ্যায় বিজেপিকে খোঁচা দেন। তাঁর বক্তব্য, ‘বিজেপি তো কেন্দ্রের অধীনস্ত সংস্থার রিপোর্টই মানে না।’ বিজেপি কাউন্সিলার সজল ঘোষের পাল্টা খোঁচা, ‘আপনাদের অনেক কাউন্সিলারও তো কুম্ভস্নান সেরে এসেছেন। একজনকেও দেখাতে পারবেন, স্নান সেরে এসে তাঁর পেট খারাপ হয়েছে?’ সজলের অভিযোগ, পরিকল্পিতভাবে মানুষের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার চেষ্টা হচ্ছে। পাল্টা প্রতিক্রিয়া জানান চৈতালীদেবীও। বাজেটের উপর বক্তব্য রাখতে উঠে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল কাউন্সিলার অরূপ চক্রবর্তী। তিনি বলেন, ‘কুম্ভ নিয়ে বলছেন, দেখে আসুন গঙ্গাসাগর। হিন্দুধর্মের ঠিকা কি বিজেপি একা নিয়ে আছে? আমরাও হিন্দু। গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী পরিকাঠামো তদারকি করে চলে আসেন। ভিআইপি সমাগম করে পরিস্থিতি উদ্বেগজনক করে তোলেন না।’ অধিবেশন থেকে বেরিয়ে অরূপ বলেন, ‘বিজেপি বাজেট বক্তৃতায় ধর্মীয় মেরুকরণের চেষ্টা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক ব্যর্থতার কথা বলেছেন। হিন্দু পুণ্যার্থীদের প্রাণ যাবে, আর সেটা বলা যাবে না, এটা হয় না।’ পুরসভার বাজেট আলোচনা থেকে কুম্ভর জল বিতর্কের প্রসঙ্গটি বাদ দেওয়ার দাবি তোলেন সজল। এনিয়েও দু’তরফে তুমুল বাগবিতণ্ডা হয়। দু’পক্ষকে শান্ত করেন চেয়ারপার্সন মালা রায়। বাজেট আলোচনা থেকে কুম্ভর জল বিতর্কের অংশ বাদ দেওয়া নিয়ে তিনি বলেন, ‘বিষয়টি দেখে নেওয়া হচ্ছে।’
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারুর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসাপাতি হলেও অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৮ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৮৯.৪৬ টাকা৯২.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা