বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বাইকের ধাক্কায় প্রৌঢ়ার মৃত্যু, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রবিবার রাতে হাওড়ার কদমতলায় বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার। মৃতার নাম অর্চনা দত্ত (৫৭)। স্থানীয়দের অভিযোগ, বাইক চালক মদ্যপ অবস্থায় ছিলেন। আরোহীর আসনে বসেছিলেন হাওড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূলের সভাপতি অভিজিৎ মণ্ডল। ঘটনায় বাইক চালক অরুণাভ দত্তকে গ্রেপ্তার করেছে ব্যাঁটরা থানার পুলিস। যদিও তৃণমূল যুব সভাপতির দাবি, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। 
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে কদমতলা বাজারের কাছে নরসিংহ দত্ত রোডের উপর বেপরোয়া গতিতে বাইক চালিয়ে আসছিলেন এক যুবক। পিছনে ছিলেন এক আরোহী। সেসময় কদমতলার হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট আবাসনের বাসিন্দা অর্চনা দত্ত বাড়ি থেকে বেরিয়ে ডোমজুড়ের দিকে অন্য একজনের বাড়িতে যাচ্ছিলেন। আচমকাই বাইকটি পিছন থেকে এসে তাঁকে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়েন ওই প্রৌঢ়া। তাঁকে রক্তাক্ত অবস্থায় হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেন। এরপরেই উত্তেজনা ছড়ায় কদমতলা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অরুণাভ দত্ত নামের এক ব্যক্তি রীতিমতো মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিলেন। পিছনের সিটেই বসেছিলেন যুব তৃণমূলের সভাপতি অভিজিৎ মণ্ডল। দুর্ঘটনার পর রাস্তায় ছিটকে পড়েন তাঁরাও। স্থানীয়রা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ব্যাঁটরা থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারুর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসাপাতি হলেও অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৮ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৮৯.৪৬ টাকা৯২.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা