বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

হাসনাবাদে অন্যের নামে রেকর্ড জমি, তুলকালাম ভূমিদপ্তরের অফিস

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: জমির রেকর্ড করা নিয়ে দু’পক্ষের মারধরের ঘটনায় তেতে উঠল সরকারি অফিস। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাসনাবাদ বিএলএলআরও অফিসে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, ‌হাসনাবাদের আমলানি গ্রাম পঞ্চায়েতের তোকিপুর গ্রামের বাসিন্দা রাজেশ দাসের পারিবারিক একটি জমি গোপনে অন্য ব্যক্তির নামে রেকর্ড হয়েছে। রাজেশবাবু তা জানার পরই ভূমিদপ্তরে জানান। কিন্তু, দপ্তরের পক্ষ থেকে সেই রেকর্ড  ‘মালিকের’ নামে ফিরিয়ে দেওয়া হয়নি বলেই অভিযোগ। কয়েকজন মহিলা সহ রাজেশবাবুর পরিবারের লোকেরা এদিন সরাসরি হাসনাবাদ ভূমিদপ্তরের আধিকারিক তপন বসুর চেম্বারে যান। তপনবাবুকে তাঁরা সরাসরি প্রশ্ন করেন, কীভাবে গোপনে তাঁদের জমির রেকর্ড অন্যজনের নামে বদল হল। অধিকারিক এর সদুত্তর দিতে পারেননি বলেই দাবি মালিকের। তখন চেম্বারের ভিতরই দু’পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। অভিযোগ, বিএলএলআরওকে ধাক্কাধাক্কিও করে তারা। রাজেশের পরিবারের দাবি, দপ্তরের কর্মী ও বহিরাগতরা মারধর করে অফিস থেকে বের করে দিয়েছেন। তাতে তিন মহিলা জখম হন। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। রাজেশ দাসের বড় বোন কাবেরী দাস বলেন, আমাদের নিজস্ব সম্পত্তি অন্যের নামে রেকর্ড হয়ে গেল। বিষয়টি নিয়ে আমরা একটি অভিযোগ করেছি। কিন্তু, দপ্তরের আধিকারিক কোনও সহযোগিতা করেননি। উল্টে আমাদের মারধর করা হয়েছে। ভাইয়ের স্ত্রী গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। অভিযোগ উড়িয়ে বিএলএলআরও তপনবাবু বলেন, বিষয়টি তদন্ত করছি। দু’পক্ষই এসেছিলেন। অফিসে ঢুকে আমার উপর চড়াও হয়েছেন। পুলিসকে আমরা সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে দিয়েছি। গোটা বিষয়টি জেলার ঊর্ধ্বতন কর্তাদের জানানো হয়েছে।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারুর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসাপাতি হলেও অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৮ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৮৯.৪৬ টাকা৯২.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা