কলকাতা

বিক্রি নয়, কম টাকায় চুরির গয়না বন্ধক দিচ্ছে দুষ্কৃতীরা! গ্রেপ্তারি এড়াতে নয়া কৌশল
 

অলকাভ নিয়োগী, বিধাননগর: ‘আমার ছেলে খুব অসুস্থ, টাকার দরকার। এই সোনার চেনটা রেখে কিছু টাকা দেবেন? আমি পাশের পাড়াতেই থাকি…।’ বন্ধকী কারবারে যুক্ত মহাজন নাকের ডগায় চশমা নামিয়ে দেখলেন, আসল না নকল। আসল জিনিস বুঝে চটপট বাড়িয়ে দিলেন নোটের বান্ডিল। বাজারদরের চেয়ে অর্ধেকেরও কম! কিন্তু সুদের টাকা জমা দিতে আসার বদলে বাড়িতে হাজির হল পুলিস! মহাজনের চোখ উঠল কপালে! কী হয়েছে স্যার? পুলিস তাঁকে জানাল,  যে মহিলা সোনার চেন বন্ধক দিয়ে টাকা নিয়ে গিয়েছে, সে আসলে চোর। চুরির গয়না বন্ধক দিয়ে কেটে পড়েছে। মহাজনের মাথায় হাত। টাকাও গেল, সোনাও গেল!
কোনও আষাঢ়ে গল্প নয়। চুরির গয়না দোকানে বিক্রি করতে গেলে ধরা পড়ার ভয়। খবর চলে যাতে পারে পুলিসের কাছে। তা‌ই কখনও সন্তান, কখনও স্বামী বা অন্য প্রিয়জনদের অসুস্থতার কথা বলে এভাবেই চুরির গয়না ‘বন্ধক’ দিচ্ছে চোরেরা। সম্প্রতি, বেশ কয়েকটি ক্ষেত্রে চুরির গয়না উদ্ধার করতে গিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে পুলিসের। শুধু বিধাননগর নয়, অন্যান্য জায়গায়ও একই ধরনের তথ্য এসেছে পুলিসের কাছে। কিছুদিন আগে লেকটাউন থানায় একটি বাড়ির আলমারি থেকে তিনটি সোনার চেন চুরি যায়। পরিচারিকার বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছিল। কিন্তু তদন্তে পুলিস জানতে পারে, পরিচারিকা নয়, চুরি করেছে বাড়ির ঝাড়ুদার। সেই মহিলা ঝাড়ুদারকে গ্রেপ্তারও করা হয়। দু’টি সোনার চেন উদ্ধার হলেও তৃতীয় চেনটির হদিশ মিলছিল না। কোথায় গেল? কাঁচুমাচু মুখ করে সে বলে, ‘স্যর, ওটা বন্ধক দিয়ে টাকা নিয়েছি।’ যার কাছে বন্ধক রাখা হয়েছিল, তাঁর ঠিকানা ধরে পুলিস পৌঁছয়। চেনটি উদ্ধার করা হয়। এই ঘটনার কিছুদিন আগে বিধাননগরে চুরির গয়না বন্ধক দেওয়ার আরও একটি ঘটনা সামনে এসেছিল। পুলিস জানিয়েছে, চুরির গয়না বিক্রির জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় কিছু গোপন ঠেক রয়েছে। সেখানেই গয়না বিক্রি করে দুষ্কৃতীরা। কিন্তু একাধিক অভিযুক্তদের গ্রেপ্তার ও তদন্ত চালাতে গিয়ে পুলিসও জেনে গিয়েছে সেসব দোকানের ঠিকানা। তাই চোরেরা সেখানে গয়না বিক্রি করার পরই খবর চলে যায় পুলিসের কাছে। সহজে ধরাও পড়ে। সেই গ্রেপ্তারি এড়াতেই এই চাতুরি। সব এলাকাতেই গয়নার বন্ধকী কারবারের মহাজন থাকেন। তাঁদের কাছে বন্ধক দিলে ধরা পড়ার ভয় কম। এক পুলিস আধিকারিকের কথায়, ‘সাময়িক সুবিধা পেলেও রেহাই মিলবে না। কারণ, ধরা পড়ার ভয় রয়েছে মহাজনদেরও। চোর পালিয়ে গেলেও ওই সোনা বিক্রি করতে সমস্যায় পড়বেন তিনি। কারণ, ওই সোনা চুরির!’
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা