কলকাতা

হাসনাবাদে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার চিকিৎসকের বাবা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বৃদ্ধের বিরুদ্ধে। গতকাল, বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত ওই বৃদ্ধের নাম পরিতোষ সরকার (৭৩)। সে এসএসকেএম হাসপাতালের এক চিকিৎসকের বাবা বলে জানা গিয়েছে। পুলিস ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে।
পুলিস সূত্রে খবর, নাবালিকাটি দশম শ্রেণির ছাত্রী। বুধবার সে তার বাড়িতে একাই ছিল। জরুরি কারণে তার বাবা-মা কলকাতায় গিয়েছিলেন। অভিযোগ, এই সময়ে পরিতোষ ছাদ ডিঙিয়ে তার ঘরে প্রবেশ করে। এরপরই একা পেয়ে নাবালিকাটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। পাশাপাশি, পরিতোষ তাকে খুনের হুমকিও দেন বলে অভিযোগ উঠেছে।
আজ, বৃহস্পতিবার নাবালিকাটির পরিবার হাসনাবাদ থানায়  লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিস পরিতোষকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবারই পরিতোষকে দশ দিনের পুলিসি হেফাতজ চেয়ে আদালতে হাজির করানো হবে। অন্যদিকে, নাবালিকাটির গোপন জবানবন্দি নেওয়ার জন্য তাকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে।
নাবালিকাটির মা বলেন, “এর আগেও মেয়েকে একাধিকবার উত্তপ্ত করত পরিতোষ। গতকাল একা পেয়ে পরিতোষ তাকে ধর্ষণ করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিস তাকে গ্রেপ্তার করেছে।”
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা