কলকাতা

কলকাতাকে ৪০ কোটির ‘ইনসেনটিভ’ বরাদ্দ কেন্দ্রের

অর্ক দে, কলকাতা: পানীয় জল সরবরাহ এবং নিকাশি পরিকাঠামো উন্নয়নে ভালো কাজের জন্য কলকাতা পুরসভাকে ‘ইনসেনটিভ’ দিল কেন্দ্রের মোদি সরকার। তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পুরসভাকে ‘ইনসেনটিভ’ হিসেবে ৪০ কোটি টাকা দিয়েছে তারা। সূত্রের খবর, অম্রুত (২.০) প্রকল্পের আওতায় পানীয় জল সরবরাহ এবং নিকাশি—উভয় বিভাগকেই ২০ কোটি করে মোট ৪০ কোটি টাকা দেওয়া হয়েছে। ইতিমধ্যে পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, এই টাকা খরচ করা হবে পানীয় জল সরবরাহ এবং নিকাশি উন্নয়নের ১৮টি প্রকল্পে। বুধবার, মেয়র পরিষদের বৈঠকে খরচের প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়েছে বলে খবর।  
এ প্রসঙ্গে পুরসভার এক শীর্ষকর্তা বলেন, ‘অম্রুত প্রকল্পের আওতায় কোন বিভাগ কেমন কাজ করছে, তা কেন্দ্রীয় সরকারের পোর্টালে আপলোড করতে হয়। আমরা নিয়মিত সেই কাজ করে আসছি। এই দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্রে কী কী পদক্ষেপ করা হয়েছে, তার খুঁটিনাটি তথ্য কেন্দ্রীয় সরকারি পোর্টালে তুলে দেওয়া হয় যথা সময়ে। শহরে আগে কোথায় কতটা জল জমত, এখন সেখানকার পরিস্থিতি কেমন, কোথায় পানীয় জলের কতটা সমস্যা ছিল, এখন কতটা উন্নতি হয়েছে—সবটাই খতিয়ে দেখেছে তারা। তার ভিত্তিতেই এই স্বীকৃতি।’ পুর কর্তৃপক্ষ আরও জানাচ্ছে, অম্রুত প্রকল্পের বরাদ্দকৃত অর্থে কেন্দ্র এবং রাজ্য সরকারের নির্দিষ্ট ভাগ থাকে। তবে এই ৪০ কোটির পুরোটাই ‘ইনসেনটিভ’ হিসেবে কলকাতা পুরসভাকে দিয়েছে কেন্দ্র। 
কী কী কাজ হবে ৪০ কোটি টাকায়? জানা গিয়েছে, কালীঘাট অঞ্চলের একাধিক রাস্তায় জমা জলের সমস্যা মেটাতে নতুন পাইপলাইন বসানো ছাড়া আরও কিছু কাজ হবে। নারকেলডাঙা মেইন রোডের ভূগর্ভস্থ নিকাশিনালার ডিসিল্টিং (পলি তোলা) করা হবে। সেই সঙ্গে গল্ফগ্রিন এবং কালীঘাট অঞ্চলের দু’টি মাঠে ভূগর্ভে জল রিচার্জের প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হবে। ভূপৃষ্ঠের জল মাটির তলায় পাঠানোর জন্য পরীক্ষামূলকভাবে এই পরিকাঠামো গড়া হবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে নিকাশি বিভাগের ১১টি প্রকল্পের কাজ হবে এই টাকায়। পানীয় জল সরবরাহের ক্ষেত্রে ৮৮ নম্বর ওয়ার্ডে সাধু তারাচরণ রোডে একটি বুস্টার পাম্পিং স্টেশন নির্মাণ করা হবে। সেই সঙ্গে ওই এলাকায় মাটির নীচে জলের পাইপলাইন বসানোর কাজ হবে। রানিকুঠি ও নেতাজি নগর বুস্টার পাম্পিং স্টেশনের মধ্যে সংযোগকারী পাইপলাইন পাতা হবে এই অর্থে। জল সরবরাহ বিভাগ সব মিলিয়ে সাতটি প্রকল্প গড়বে ‘ইনসেনটিভ’-এর  টাকায়। উল্লেখ্য, ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা খাতে কেন্দ্রীয় সরকারের তরফে কলকাতা ৫০০ কোটি টাকার বেশি বিশেষ বরাদ্দ পেয়েছে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা