কলকাতা

দমদম পার্কে ‘যুগল’কে হেনস্তা, বার্থ-ডে পার্টি থেকে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করায় হেনস্তার শিকার হলেন এক তরুণ ও তরুণী। লেকটাউনের দমদমপার্কের এই ঘটনায় শোরগোল শুরু হয়েছে। অভিযোগ, হঠাৎ বাইকে করে এসে দুই যুবক ‘যুগলে’র উপর ‘নীতি পুলিসগিরি’ শুরু করে। ‘এখানে তোরা কী করছিস? এই সব করা চলবে না’...ইত্যাদি হুমকি দিয়ে শাসাতে শুরু করে। প্রতিবাদ করতেই তরুণীর সঙ্গী তরুণের উপর চড়াও হয়ে তাঁকে মারধরও করে। লেকটাউন থানায় মারধরের অভিযোগও দায়ের হয়। তারপরই বার্থ ডে পার্টি থেকে পুলিস দুই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম শুভময় ভট্টাচার্য ও অভ্র বর।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার সময় ওই ‘যুগল’ দমদম পার্কের ৩ নম্বর জলের ট্যাঙ্ক এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করছিলেন। অভিযোগ, সেই সময় একটি বাইকে করে আসে শুভময় ও অভ্র। তারা এসেই ওই যুগলের উপর নীতি পুলিসগিরি শুরু করলে, দু’পক্ষে বচসা বাঁধে। তারপরই শুভময় ও অভ্র ওই যুবককে মারধর করে বলে অভিযোগ। তারপর দুই অভিযুক্ত বাইক নিয়ে পালিয়ে যায়। তরুণী অভিযুক্তদের ছবি তুলে রেখেছিলেন। ঘটনার পরই আক্রান্ত তরুণ ও তরুণীর পরিবারের সদস্যরা স্থানীয় দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলার বিশ্বজিৎ প্রসাদের কাছে যান। তাঁকে পুরো ঘটনার কথা জানান। অভিযুক্তদের ছবিও দেখান। কিছুক্ষণের মধ্যেই বিশ্বজিৎবাবু দু’জনকে চিহ্নিত করেন। তারপর ফোন নম্বর জোগাড় করে ফোনও করেন। কিন্তু, অভিযুক্তরা কাউন্সিলারকে জানায়, তারা বার্থ ডে পার্টিতে ব্যস্ত। কোথাও যেতে পারবে না!
এরপরই কাউন্সিলার লেকটাউন থানায় ফোন করেন। দমদম পার্কেই একটি ব্যাঙ্কোয়েটে পার্টি চলছিল। সেখান থেকে পুলিস শুভময় ও অভ্রকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় কাউন্সিলার পৌঁছন। কেন হেনস্তা ও মারধর করেছে, দুই যুবকের কাছে তা জানতে চান তিনি। তারপরই এক অভিযুক্তকে চড় মারেন। কাউন্সিলার বিশ্বজিৎ প্রসাদ বলেন, আক্রান্ত তরুণীর মা এবং তরুণের বাবা আমার কাছে এসে মারধরের বিষয়টি জানান। আমি সঙ্গে সঙ্গে অভিযুক্তদের ফোন নম্বর জোগাড় করে ফোন করে ডাকি। কিন্তু, ওরা আসার বদলে আমাকে বলে, বার্থ ডে পার্টিতে ব্যস্ত। যেতে পারব না। তারপরই পুলিসকে জানায়। পুলিস গ্রেপ্তারও করে। আমি গিয়ে একটা চড় মেরে শাসনও করে এসেছি। আমার পাড়ায় এইসব নীতি পুলিসগিরি চলবে না।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা