কলকাতা

অভিষেক-কন্যাকে কটূক্তি: সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলের কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের উদ্দেশে কুরুচিকর মন্তব্যের জেরে সিঙ্গল বেঞ্চের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। বুধবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে জানিয়েছে, সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছে তা যথাযথ। তাতে হস্তক্ষেপের প্রয়োজন নেই। 
আর জি কর কাণ্ডের প্রতিবাদে আয়োজিত একটি পদযাত্রার অংশগ্রহণকারী কয়েকজনের বিরুদ্ধে অভিষেক-কন্যার উদ্দেশে কুরুচিকর মন্তব্যের অভিযোগ ওঠে। আর সেই মন্তব্যের সমর্থনে কয়েকজন হাততালি দিয়েছিলেন বলে অভিযোগ। তার প্রেক্ষিতে ডায়মন্ডহারবার থানায় দুই মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এরপর গত ৭ সেপ্টেম্বর নিমতা থেকে গ্রেপ্তার করা হয় দু’জনকে। এরপর ফলতা থানায় থাকাকালীন তাঁদের উপর অকথ্য শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। সেই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। 
এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল। কিন্তু তাঁর যুক্তি খারিজ করে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, মামলাকারীর উপর শারীরিক নির্যাতন হয়েছে, মেডিক্যাল রিপোর্টে সেটা স্পষ্ট। ওই রিপোর্টকে অস্বীকার করা যায় না। তাই সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো সিবিআই ওই ঘটনার তদন্ত করবে। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা