কলকাতা

ঝোপঝাড়ের পোকা থেকে সাবধান করলেন ডাক্তাররা, স্ক্রাব টাইফাসে মৃত্যু বালিকার

সংবাদদাতা, কল্যাণী: ঝোপঝাড়ের মধ্যে থাকা এঁটুলি পোকার মতো এক ধরনের পোকার কামড়ে নদীয়া জেলায় হাঁসখালি ব্লকের ভায়নায় এক নাবালিকার মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম বর্ণিকা মণ্ডল (১৩)। মাত্র ১০ দিনের জ্বরে গত সোমবার রাতে কল্যাণীর এইমসে তার মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, স্ক্রাব টাইফাসে মৃত্যু হয়েছে বর্ণিকার। সময়মতো রোগ ধরতে না-পারার কারণেই তার মৃত্যু হয়েছে বলে এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকের প্রাথমিক অনুমান। 
প্রথম দিকে জ্বরের সঙ্গে মাথাব্যথা ও গায়ে-হাতেপায়ে ব্যথা হয় তার। শরীর একটু একটু করে খারাপ হতে শুরু করলে প্রথমে স্থানীয় বগুলা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে একদিন থাকার পর কল্যাণী জেএনএমে নিয়ে আসে পরিবার। সেখান থেকে গত শুক্রবার কল্যাণী এইমস নিয়ে যাওয়া হয় তাকে। ততক্ষণে সে নিস্তেজ হয়ে পড়েছে। তাকে রাখা হয় ভেন্টিলেশনে। কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যুই হয় সোমবার। এই জ্বরের ব্যাকটেরিয়া মূলত ফুসফুস, লিভার, পাকস্থলী ও মস্তিষ্ককে আক্রমণ করে। রোগ ধরতে পারলে স্বল্প মূল্যের ডক্সিসাইক্লিন ওষুধেই এই রোগ সারাতে পারে বলে মত চিকিৎসকদের। চিকিৎসায় দেরি হলে মারাত্মক রূপ ধরতে পারে এই স্ক্রাব টাইফাস।
সাধারণত গ্রাম বাংলার বিভিন্ন ঝোপঝাড়ে এঁটুলি পোকার মতো ০.২ থেকে ০.৪ মিলিমিটার আকারের অতি ক্ষুদ্র ট্রম্বিকিউলিড মাইটস নামক এক ধরনের পরজীবী পোকা দেখতে পাওয়া যায়। শহুরে এলাকার ঝোপঝাড়েও দেখা যায় এই পোকা। আকারে এতটাই ছোট যে খালি চোখে সহজে দেখা যায় না। এই পোকার কামড়ে লালার মাধ্যমে এই স্ক্রাব টাইফাস রোগের জীবাণু মানবদেহে ছড়ায়। এদের কামড়ে ধূপকাঠির ছ্যাকার মতো দাগ ও তার চারপাশে ফুসকুড়ির মতো বেরয়‌। পোকা কামড়াবার দিনকয়েক পর থেকে জ্বর আসে। সঠিক সময় চিকিৎসা না-হলে ফুসফুস, লিভার, মস্তিষ্ক, পাকস্থলীতে ক্ষতিকর প্রভাব পড়ে। শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে রোগীর মৃত্যুও হতে পারে। জুলাই থেকে নভেম্বরের মধ্যে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই জ্বর এলে চিকিৎসকের পরামর্শ দ্রুত নেওয়াই শ্রেয়। পাশাপাশি ঝোপঝাড় নির্মূল করা, সেখানে স্প্রে করার পাশাপাশি খালি গায়ে ঝোপঝাড়ের কাছে না-যাওয়াই উচিত। এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানাচ্ছেন, সময়মতো এই রোগ ধরা পড়লে সহজেই সারানো যায়। তাই এই বিষয়ে সকলকেই সাবধান ও সচেতন থাকতে হবে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা