কলকাতা

বহুতলের বিদ্যুৎ সংযোগে ত্রুটির ফলেই মৃত্যু, দাবি সিইএসসির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভবানীপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পুলিসের কাছে অভ্যন্তরীণ তদন্ত রিপোর্ট জমা দিল বিদ্যুৎবণ্টন সংস্থা সিইএসসি। বহুতল থেকে বেআইনিভাবে বিদ্যুতের তার নিয়ে আসা হয়েছিল। সেটি রাস্তায় পড়েছিল-এমনই বলা হয়েছে রিপোর্টে। ভবানীপুর থানায় বহুতলটির বিরুদ্ধে গাফিলতির অভিযোগও জানায় সিইএসসি। এর আগে সৌরভ গুপ্ত নামে মৃত যুবকের পরিবার থানায় বহুতলের রক্ষণাবেক্ষণ নিয়ে কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলে অভিযোগ জানিয়ে ছিল। এই দুই অভিযোগের ভিত্তিতে তদন্তে শুরু করেছে পুলিস।
‘ডানা’ ঘূর্ণিঝড়ের জেরে ভবানীপুর থানা এলাকার জাস্টিস দ্বারকানাথ রোডে জল জমেছিল। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ২২ বছরের সৌরভ। একটি বহুতলের রেলিংয়ের সংস্পর্শে ছিল খোলা বিদ্যুতের তার। রাস্তার পার হতে গিয়ে সেই তারে হাত লাগে সৌরভের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর ঘটনার তদন্তে নামে সিইএসসি। তাদের তরফে জানানো হয়েছে, বহুতলটি বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে গাফিলতি করেছে। ওয়্যারিং সুরক্ষিত ছিল না। বিদ্যুৎবাহী তার কীভাবে প্রকাশ্যে রাস্তায় পড়ে থাকে? এই প্রশ্নও ওঠে। শনিবার বন্ধ খামে তদন্ত রিপোর্ট ভবানীপুর থানায় জমা দেয় সিইএসসি। 
লালবাজার সূত্রে খবর, সিইএসসির রিপোর্টের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। এদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখেন তদন্তকারীরা। এদিন বহুতলটির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বাড়িটির রেলিংয়ে এক চিকিৎসকের বৈদ্যুতিক ডিসপ্লে বোর্ড রয়েছে। সেখান থেকেই বেরিয়েছিল বিদ্যুৎবাহী তার। এ বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলতে নারাজ পুলিস। লালবাজার জানিয়েছে, তদন্ত চলছে।  
22d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা