কলকাতা

হোটেল ওড়ানোর হুমকি, কলকাতার একাধিক পাঁচতারায় দিনভর তল্লাশি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আপনাদের হোটেলে বিস্ফোরক রাখা হয়েছে। যে কোনও সময় বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে হোটেল’—শনিবার সকাল থেকে বিকেলের মধ্যে পরপর এমনই হুমকি মেল আসতে শুরু করে  কলকাতার প্রথম সারির একাধিক নামী হোটেলের কাছে। হুমকি পাওয়া হোটেলগুলির মধ্যে দুটি পাঁচতারা এবং একটি চারাতারা হোটেল রয়েছে। স্বাভাবতই এহেন হুমকির বার্তা আসার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে হোটেলের কর্মী ও আবাসিকদের মধ্যে। এই পর্বেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রবিবার নিউটাউনের এক পাঁচতারা হোটেলে এসে উঠবেন। তাঁর আগমন ঘিরেও আরও সতর্ক নিরাপত্তা বাহিনী। একইভাবে এদিনই গুজরাতের রাজকোটেও পরপর ১০টি হোটেলে মেল পাঠিয়ে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনার তদন্ত শুরু হয়েছে।  
নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছেন,  হোটেলের ই-মেল আইডি’তে এই হুমকি বার্তা পাঠানো হয়েছে। হুমকি মেল আসার পর তড়িঘড়ি তদন্তে নামে কলকাতা পুলিসের একাধিক ইউনিটের গোয়েন্দারা। বম্ব ডিসপোজাল স্কোয়াডের গোয়েন্দারা দফায় দফায় তিনটি হোটলেই তল্লাশি চালান। তল্লাশিতে আনা হয় কলকাতা পুলিসের স্নিফার ডগও। কিন্তু কোনও হোটেল থেকে কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। স্বাভাবতই এই হুমকি মেল আসার পর কলকাতা শহরের হোটেলগুলির নিরাপত্তা আরও বাড়ানো  হয়েছে।
লালবাজারের এক সূত্র জানাচ্ছেন, কে বা কারা কোথা থেকে এই হুমকি মেল পাঠিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মেলে বলা হয়েছে, ‘ডিটোনেটরের সাহায্যে হোটেল বিস্ফোরণ ঘটানো হবে।’ স্বাভাবিকভাবে এই হুমকির পর ঝুঁকি নিতে চায়নি কলকাতা পুলিস। কলকাতা পুলিসের এসটিএফের গোয়েন্দারাও বিষয়টি দেখছেন। আর পাঁচটা হুমকি মেলের মতো এক্ষত্রেও ‘প্রক্সি সার্ভার’ ব্যবহার করা হয়েছে। ফলে কে বা কারা এই হুমকির নেপথ্যে রয়েছেন, তা খুঁজে বের করতে একটু সময় লাগবে।
 এই হুমকি মেল আসার পর কয়েক ঘণ্টার মধ্যে শনিবার বিকেলে কালীপুজো উপলক্ষে উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা। সম্ভাব্য শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে দীপাবলীর মুখে শহরে হামলার আশঙ্কা করে গোয়েন্দাদের সতর্ক করেছিলেন। ঠিক তার পরদিনই এই হুমকি মেল যথেষ্ট তাৎপর্যপূর্ণ।  
উল্লেখ্য, চলতি মাসের উৎসব পর্বে কলকাতা সহ দেশের প্রায় সব বিমান সংস্থার কাছে বিস্ফোরণের হুমকি ফোন এসেছে। কলকাতার পাঁচতারা হোটেলে বিস্ফোরণ হুমকির নেপথ্যে এমনই কোন চক্র রয়েছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। - প্রতীকী চিত্র
22d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা