কলকাতা

‘জলের দরে জলের প্রদীপ’, দীপাবলিতে বারাসতে ম্যাজিক প্রদীপ কিনতে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাজারে এসেছে এক আধুনিক প্রদীপ। আলো দিলেও এতে অবশ্য থাকবে না কোনও অগ্নিশিখা। আর শুধু দু-তিন ফোঁটা জল দিলেই একদিনের বেশি সময় জ্বলবে এই ‘ম্যাজিক প্রদীপ’। বিদ্যুৎ বা অন্য কোনও জ্বালানি লাগবে না। হাওয়া বা বাতাসেও এই প্রদীপ নিভবে না। তাই এবার এই প্রদীপের দিকেই ঝুঁকছে আমজনতা। বারাসতের বাজারে এবার সুপারহিট ম্যাজিক প্রদীপ! বিক্রেতারা হাঁকছেন, ‘জলের দরে নিয়ে যান জলের প্রদীপ’। বারাসতের হরিতলার বাজারে দেদারে বিকোচ্ছে এই প্রদীপ। দাম মাত্র ২০ টাকা।
এই প্রদীপে লাগছে না তেল বা মোম। তাহলে কীভাবে জ্বলছে ম্যাজিক প্রদীপ? মিরাকল বা ম্যাজিক নয়। বিক্রেতাদের কথায়, ফর্মুলা সাধারণ। প্রদীপটি তৈরি ফাইভার দিয়ে। চলতি প্রদীপে যেখানে সলতে দেওয়া হয়, সেখানে এই প্রদীপে রয়েছে একটি এলইডি আলো। প্রদীপের ভিতরের একটি অংশে ছোট্ট একটি ব্যাটারি ও সার্কিট রাখা। প্রদীপের যে অংশে তেল থাকে সেখানে দু’টি স্ক্রু দেওয়া। একটি নেগেটিভ, অপরটি পজিটিভ। এর উপর জল দিলে বিদ্যুৎ সংযোগ ঘটে। এর ফলে প্রদীপের মুখে থাকা এলইডি আলোয় সেই বিদ্যুৎ যায়, আর তাতেই জ্বলে ওঠে এই ম্যাজিক প্রদীপ। জল ফেলে দিলে সেটি নিভে যায়। বিদ্যুৎ সংবহনের এই সাধারণ সূত্র ধরে বানানো এই প্রদীপ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। একবার টাকা দিয়ে কেনার পর আর তেমন খরচ নেই। সেই কারণে মানুষ কিনতেও আগ্রহ দেখাচ্ছে। 
বারাসতের হরিতলায় এই প্রদীপ বিক্রি করছিলেন সম্রাট সরকার। তিনি পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ। সকাল থেকে সারাদিন চাকরি করার পর সন্ধ্যায় বিক্রি করছেন এই প্রদীপ। রোজ ৩০০-র বেশি প্রদীপ বিক্রি হচ্ছে। মাসির কসমেটিক্সের দোকান থেকেই তিনি এই প্রদীপ বিক্রি করছেন। সঙ্গ দিচ্ছেন তাঁর কলেজ পড়ুয়া মাসতুতো বোন মৌসুমি রায়। সম্রাট বলেন, দীপাবলি মানেই প্রদীপ। বিশেষ এই দিনটিতে ঘরে ঘরে মাটির প্রদীপ প্রজ্জ্বলনের রীতি বহুকালের। কিন্তু সবকিছু ডিজিটাল হচ্ছে। তাই প্রদীপেও এসেছে ডিজিটালাইজেশন। এই প্রদীপের খরচ কম। কয়েকফোঁটা জল দিলেই জ্বলে এই প্রদীপ। তাছাড়া কুয়াশা বা ঝড়ে কিছু হবে না, এটা নিশ্চিত। তাই মানুষ কিনছে। তাঁর বোন মৌসুমি বলেন, এই ম্যাজিক প্রদীপ এবার সুপারহিট। এটা কোনও কুমোর বাড়িতে তৈরি হয় না। কলকাতার বাজার থেকে কিনে এনে বিক্রি করি। রোজ মানুষ কিনছে। আমাদের এই প্রদীপের দাম মাত্র ২০ টাকা করে। আর ছ’টা নিলে ১০০ টাকা দামে দিচ্ছি। 
22d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা