কলকাতা

জমা জলের দুর্ভোগ ঘোচাতে নয়া নিকাশি নালা পাটুলি ঝিলপাড়ে, হবে রাস্তা সারাই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাটুলি ঝিলের পাড় ও সংলগ্ন অঞ্চলে জমা জলের সমস্যা দীর্ঘদিনের। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) নির্মিত পুরনো নিকাশি নালা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা পর্যাপ্ত নয়। ওই নালা বেশি জল ধরে রাখতে পারে না। ফলে একটু বেশি বৃষ্টি হলেই ভাসে পাটুলি ঝিলপাড়, সংলগ্ন একাধিক ব্লক থেকে শুরু করে ঘোষপাড়া এলাকা। সেই সমস্যা সমাধানে নতুন বড় আকারের ভূগর্ভস্থ নিকাশি পাইপলাইন পাতা হল অঞ্চলে। লাইন পাতার পর এবার রাস্তা সারাইয়ের কাজ বাকি রয়েছে। সেটাও দ্রুত শুরু হবে বলে জানাচ্ছে পুর কর্তৃপক্ষ। প্রায় ৫০০ মিটার রাস্তায় বসেছে নয়া পাইপলাইন।
গত কয়েক বছর ধরেই নিত্যনতুন সাজে পাটুলি ঝিলপাড় সাজিয়ে তোলা হয়েছে। আলো ঝলমল রাতের এই ঝিলপাড় হয়ে উঠেছে শহরের পূর্ব তল্লাটে অন্যতম আড্ডা জোন। কিন্তু বর্ষায় ভুগতে হয় সেখানকার বাসিন্দাদের। পাটুলি ঝিলপাড়ের রাস্তা সহ স্থানীয় আই, জে ও কে ব্লক এবং ঘোষপাড়ার বাসিন্দাদের দুর্ভোগের শেষ থাকে না। একটু বেশি বৃষ্টিতে প্রায় হাঁটুজল জমে যায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা অভিজিৎ ঘোষ বলেন, এই অঞ্চলের মানুষের এই দাবি দীর্ঘদিনের। বর্ষায় রাস্তা দিয়ে হাঁটা যায় না। নতুন পাইপলাইন পেতেছে। আশা করব, আগামী বর্ষায় ভুগতে হবে না।
অপর বাসিন্দা সত্যরঞ্জন কর্মকার জানাচ্ছেন, কয়েক মাস আগে ঝিলের কচুরিপানাও পরিষ্কার করা হয়েছে। এবার নিকাশির সমস্যা মিটলে অঞ্চলের মানুষের বিরাট উপকার হবে। স্থানীয় ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত বলেন, এই নিকাশি নালা নতুন করে তৈরি করার বিষয়টি আমার গত পুরভোটের প্রতিশ্রুতিও ছিল। সেটা করতে পেরেছি। ওয়ার্ডে সর্বত্র ভূগর্ভস্থ নিকাশি নালা হয়ে গিয়েছে। জল জমার সমস্যাও এবার মিটবে বলে আশাবাদী তিনি। পুরসভার দাবি, শুধু পাটুলির বাসিন্দারা নন, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ এখানে ঘুরতে আসেন। বৃষ্টির সময় তাঁরাও ভুক্তভোগী হন। সেই দুর্ভোগ এবার আর হবে না। অন্যদিকে পুরসভা সূত্রে খবর, পাটুলি নিকাশি পাম্পিং স্টেশনটিরও আধুনিকীকরণের পরিকল্পনা হয়েছে। সেটি কর্মক্ষমতা বাড়ানো হবে।
ভূগর্ভস্থ নিকাশি পাইপলাইন পাতা শেষ। শুরু হবে রাস্তা তৈরির কাজ।
22d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা