কলকাতা

দুর্ঘটনায় মৃত বাইকচালক, পুলিসকে ঘিরে বিক্ষোভ, অবরোধ ঘটকপুকুরে

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। আহত হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার সাঁইহাটি এলাকায়। অভিযোগ, পুলিস লাঠি নিয়ে তাড়া করায় বাইকচালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। এই ঘটনার প্রতিবাদে ঘটকপুকুর মোড় অবরোধ করে মৃতের পরিবার সহ স্থানীয় বাসিন্দারা। পুলিস অবরোধ তুলতে গেলে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পুলিসকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পরে পুলিস লাঠি উঁচিয়ে তেড়ে গেলে অবরোধ উঠে যায়। মৃত বাইকচালকের নাম মকিবুল মোল্লা (১৬)। বাড়ি ভাঙড় থানার সাফা এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, এদিন সন্ধ্যায় মকিবুল তার বাইকে আরও দু’জনকে সঙ্গে নিয়ে বোদরা থেকে ঘটকপুকুরের দিকে যাচ্ছিল। বাইকটি অত্যধিক গতিতে ছুটছিল। সেই সময় বাসন্তী হাইওয়ের উপর সাঁইহাটি এলাকায় ট্রাফিক পুলিস তাদের থামানোর চেষ্টা করে। কিন্তু পুলিস দেখে বাইক চালক গতি বাড়িয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেলে পুলিস তাড়া করে। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় মকিবুলের। বাকি দুই আহতকে নলমুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এই ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন মৃতের বাড়ির লোকজন। তাঁরা বলছেন, পুলিস টাকা তোলার জন্য ওই বাইক চালককে আটকানোর চেষ্টা করেছিল। ভয়ে পালাতে গিয়ে এই বিপত্তি ঘটেছে।
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা