কলকাতা

হাওড়া গ্রামীণে উৎসবের মাঝেই বৃষ্টি, থিমের মণ্ডপ ঢাকা পড়ল সাদা প্লাস্টিকে

সংবাদদাতা, উলুবেড়িয়া: শারদোৎসবের আঙিনায় পা রেখেছে উৎসবপ্রিয় বাঙালি। চতুর্থীর বিকেল থেকেই কলকাতার পাশাপাশি শহর ও শহরতলির বিভিন্ন পুজো মণ্ডপে ভিড় বাড়ছে দর্শনার্থীদের। বাদ যায়নি হাওড়া গ্রামীণ জেলাও। পুজোর ভিড় এড়াতে সোমবার বিকেল থেকেই উলুবেড়িয়া, বাগনান, আমতা, শ্যামপুরের বিভিন্ন মণ্ডপেই ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। তবে দর্শকদের এই উৎসাহে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। মাঝেমধ্যেই ঝেঁপে দু’-এক পশলা বৃষ্টি হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে উদ্যোক্তাদেরও। বৃষ্টিতে থিম নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। মঙ্গলবার দুপুরের পর আচমকাই আকাশ কালো করে প্রবল বৃষ্টি নামে। এতেই সমস্যায় পড়ে পুজো কমিটিগুলি। দক্ষিণ জগদীশপুরের সৃষ্টি সঙ্ঘের থিমের মণ্ডপ নানা ধরনের বই দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। পাছে বৃষ্টি নামে, সেকারণে দিনের অধিকাংশ সময় তারা সাদা প্লাস্টিক দিয়ে মণ্ডপ ঢেকে রাখছে। পুজো কমিটির বক্তব্য, দিনে ঢাকা থাকলেও বিকেলে প্লাস্টিক সরিয়ে দেওয়া হচ্ছে। তবে সপ্তমী থেকে পুরো খুলে রাখা হবে। সেক্ষেত্রে বৃষ্টি হলেও কিছু করার নেই।
জগৎপুর বিধান পাঠাগারের মণ্ডপের বাইরে বিশাল আকারের একাধিক ডায়নোসর রাখা হয়েছে। বৃষ্টির কারণে সেসব নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাণীতলা এন্ট্রি ট্যাক্স পেয়ার্স অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপেরও এক অবস্থা। থিমের এই মণ্ডপ কৃত্রিম ফুল, লতাপাতা সহ বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হয়েছে। বৃষ্টিতে এই মণ্ডপের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে বলে জানিয়েছেন পুজোর উদ্যোক্তারা। -নিজস্ব চিত্র
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা